ASANSOL

আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির উদ্যোগে শুরু গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

তিনদিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৮ টি দল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/সৌরদীপ্ত সেনগুপ্ত:  আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির উদ্যোগে রবিবার থেকে আসানসোলের এসবি গরাই রোডের আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন রামসায়ের ময়দানে শুরু হলো তিনদিনের গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এদিন সকালে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ছিলেন সমাজসেবী তথা শিল্পপতি শচীন রায় আসানসোল পুরনিগমের ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর উদয় রায়, প্রভাকর রায় ও বাবলু রায়। একেবারে অভিনব কায়দায় ঘন্টা বাজিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শচীন রায়।


এদিন সকালে কুয়াশার কারনে খেলা শুরু হতে বেশকিছুটা দেরী হয়। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার নম্বর মুখোমুখি হয় মিডওয়েস্ট হাসপাতাল ও নেটওয়ার্ক মোবাইল এন্ড ইলেকট্রনিক্স। টসে জিতে মিডওয়েস্ট হাসপাতাল নেটওয়ার্ক মোবাইল এন্ড ইলেকট্রনিক্সকে ব্যাট করতে পাঠায়। নির্দিষ্ট ৮ ওভারে উইকেটে ১২২ রান করে নেটওয়ার্ক মোবাইল এন্ড ইলেকট্রনিক্স। এরপরে ব্যাট করতে নেমে মিডওয়েস্ট হাসপাতাল ৩ উইকেটে ১২৬ রান করে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে। মিডওয়েস্ট হাসপাতালের গোপাল সিং ২৭ বলে ৭৪ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত ব্রিকস ও বজরঙ্গ একাদশ। টসে জিতে বজরঙ্গ একাদশ ফিল্ডিং নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৪ উইকেটে ১০৬ রান করে ভারত ব্রিকস। পরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১০৮ রান করে ম্যাচ জিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছায় বজরঙ্গ একাদশ। বজরঙ্গ একাদশের আদিত্য কুমার ১৪ বলে ৫১ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়।


এরপরে এদিন প্রথম সেমিফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বজরঙ্গ একাদশ। ব্যাট করতে নেমে ৮ ওভারে মিডওয়েস্ট হাসপাতাল ৮ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান করে। এরপরে ব্যাট করতে নেমে বজরঙ্গ একাদশ ৩ উইকেটে ১১২ রানে আটকে যায়। ৩১ রানে জিতে মিডওয়েস্ট হাসপাতাল প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠে। মিডওয়েস্ট হাসপাতালের রাজা ২২ বলে ৬৮ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়।
সোমবার টুর্নামেন্টের প্রথম দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আরো চারটি দল। সোমবারই হবে দ্বিতীয় সেমিফাইনাল।  মঙ্গলবার হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। 
উদ্যাোক্তাদের তরফে বলা হয়েছে, এই টুর্নামেন্টটি টাটা গোষ্ঠীর কর্ণধার সদ্য প্রয়াত রতন টাটার নামে উৎসর্গ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *