স্বর্গীয় মানিক উপাধ্যায়ের স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠান
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- বারাবনি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা লড়াকু নেতা স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী প্রতি বছরের মত এই বছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সালানপুর ব্লকে পালন করা হলো। এদিন সর্ব প্রথম সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে পিঠাকেয়ারী গ্রামীণ হাসপাতালে নিয়ে রোগীদের মধ্যে ফল ও খাদ্য তুলে দেওয়া হয়। সেখান থেকেই এসে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বর্গীয় মানিক উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।পাশাপাশি সামডি ও রাঁচি মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেখানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং , সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, স্বপন মন্ডল, অনিল ধীবর ,জনার্দন মন্ডল, সহ আরো অনেকে।