হাইজ্যাক হওয়া ট্রলারকে ধাওয়া করে উদ্ধার করল পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, অন্ডাল : হাইজ্যাক হওয়া ট্রলার কে ধাওয়া করে উদ্ধার করা হলো ট্রলার। সোমবার পুলিশ প্রশাসনের তৎপরতায় কয়েক মুহূর্তে হাইজ্যাক হওয়া ট্রলার উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় অন্ডালের ভাদুর গ্রাম এলাকায় 19 নম্বর জাতীয় সড়কের ধারে, সোমবার দুপুরে অন্ডালের উখড়া তে বিদ্যুতের পোল নিয়ে যাওয়ার জন্য একটি ট্রলার যাচ্ছিল। তারা এদিন অন্ডালের একটি হোটেলে খাবার খেতে গিয়ে ফিরে এসে লক্ষ্য করে, তাদের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রলারটি সেখানে নেই।
এরপরই দ্রুত তারা খোঁজাখুঁজি শুরু করে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেই, অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডল ও অন্ডাল ট্রাফিক গার্ডের ওসি প্রবীর পাল দ্রুত ওই ট্রলারের খোঁজে তল্লাশি চালিয়ে সেই ট্রলারটিকে ধাওয়া করে, বীরভূমের ইলামবাজার এলাকায় ট্রলারটি আটক করে। পরে তা অন্ডাল থানায় নিয়ে আসা হয় ট্রলারটি। পুলিশ প্রশাসনের এ ধরনের দ্রুত অভিযানের সম্ভবত ই খুশি ওই ট্রলারের চালক খালাসী থেকে শুরু করে তার মালিক। পুলিশ অবশ্য জানিয়েছে তারা তাদের কর্তব্য পালন করেছে মাত্র।