বেহাল সার্ভিস রোডে দুর্ঘটনায় মৃত ১
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ১৯ নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডে এক ট্যাঙ্করের ধাক্কায় মৃত্যু হল এক দিনমজুরের। জানা গেছে, রানীগঞ্জের রাজার বাঁধ বাসিন্দা বছর চল্লিশের মোহাম্মদ বাবলু নামের এই ব্যক্তি কাজের যোগ দেওয়ার জন্য সার্ভিস রোড ধরে কর্মস্থলে যাচ্ছিলেন, সেই সময়ই একটি ইন্ডিয়ান অয়েল এর তেলের ট্যাঙ্কার মুখোমুখি ওই সাইকেলে যাওয়া ব্যক্তিকে চাপা দিলে ঘটনা স্থলে মৃত্যু হয় তার।




এই ঘটনার বিষয় জানতে পেরে দ্রুত ঘটনা স্থলে এসে হাজির হয়েছে রাণীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও রানিগঞ্জের ট্রাফিক পুলিশ। জানা গেছে ওই তেলের ট্যাঙ্কার টিকে সনাক্তকরণ করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে অবরুদ্ধ হয়েছে সার্ভিস রোড। পুলিশ দ্রুত যানজট সরিয়ে স্বাভাবিক করতে পরিস্থিতি।