PANDESWAR-ANDAL

উখড়া ম্যারাথনের সূচনায় পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ও বিধায়ক

বেঙ্গল মিরর, উখড়া, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরের উখড়া রোটারি ক্লাব ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন । ২৫ ডিসেম্বর বড়দিন বুধবার সকাল সাতটায় বাঁকোলা রেলগেট থেকে দৌড়ের সূচনা হয় । সূচনা করেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ।


বাঁকোলা রেল গেট থেকে বাজপাই মোড়, উখরা গ্রাম, আনন্দ মোড় হয়ে  বাঁকোলা রেলগেটে গিয়ে সাড়ে চার কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শেষ হয় । উদ্যোক্তারা জানান এদিনের ম্যারাথনে যোগ দিয়েছিল এক হাজারেরও বেশি প্রতিযোগী । ভিন রাজ্য থেকেও অনেক প্রতিযোগী অংশ নিয়েছিল এবারের ম্যারাথনে । পুরুষ বিভাগে প্রথম হন উত্তর প্রদেশের অভিষেক কুমার । দ্বিতীয় অর্জুন টুডু ।

মহিলা বিভাগে প্রথম  উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা পূজা কুমারী ও দ্বিতীয়  শ্যামলী সিং। সকল প্রতিযোগীদের সার্টিফিকেট ছাড়াও দেওয়া হয় আর্থিক পুরস্কার । বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই বছর ম্যারাথনের আমাদের থিম ছিল নারী সুরক্ষা।। এই ম্যারাথনের মধ্য দিয়ে সমাজের মধ্যে নারী সচেতনতা ও নারীর সুরক্ষার ব্যাপারে বার্তা প্রদান করা হয়।  আগামী বছর ম্যারাথনের জন্য দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে বলে  ঘোষণা করা হয়েছে এই বছরের ম্যারাথন শেষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *