ASANSOL

আসানসোলে কাঠগড়ায় তৃনমুলে শ্রমিক সংগঠনের  নেতা,  পুরনিগমের লিজ নেওয়া দোকান দখল নিতে মালিককে বাধা দেওয়ার অভিযোগ, উত্তেজনা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোলঃ ( Asansol News Today ) আসানসোল শহরের জিটি রোডে হটন রোড মোড় সংলগ্ন আসানসোল পুরনিগমের লিজ দেওয়া দোকান নিয়ে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাকে কেন্দ্র করে হটন রোড মোড় সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে এলাকায় আসে ও পরিস্থিতি সামাল দেন। এদিন দোকান মালিকের তরফে প্রচুর মানুষ এলাকায় আসেন। এই ঘটনাতে কাঠগড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আসানসোল পুরনিগমের লিজ দেওয়া ঐ দোকান মালিককে দিন কয়েক আগে হুমকি দিয়ে দোকানে তালা মেরেছেন। সেই ঘটনার কথা দোকান মালিক আসানসোল পুরনিগমের মেয়রকে লিখিত ভাবে অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে আসানসোল পুরনিগম আইনগত পদক্ষেপ নেয়।

এদিন পুরনিগমের আধিকারিকরা এলাকায় গিয়ে তালা খুলিয়ে দোকান মালিককে সেই দোকান ফিরিয়ে দেন। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় গোটা বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন। তবে, শাসক দলের শ্রমিক সংগঠন ঐ নেতা তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে, তৃনমুল কংগ্রেসের পরিচালিত আসানসোল পুরনিগমকেই কাঠগড়ায় তুলেছেন।


আসানসোল পুরনিগমের কাছ থেকে লিজে নেওয়া হটন রোড মোড় সংলগ্ন ঐ দোকান মালিক আসানসোল গ্রামের বাসিন্দা তন্দ্রা রায়ের ভাই নিত্যানন্দ রায় এদিন বলেন , এই দোকান আমার বোন ২০১৬ সালে আসানসোল পুরনিগমের কাছ থেকে আইন মতো লিজে নিয়েছিলো। তারজন্য আমার বোন পুরনিগমের ঠিক করে দেওয়া টাকা দিয়েছে। তার সব কাগজপত্র আমার কাছে আছে। দিন কয়েক আগে আমি ঐ দোকান খুলতে এলে তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া দাদাগিরি দেখিয়ে দোকান দখলের চেষ্টা করেন। তৃনমুল নেতা আমার তালার উপরে তালা লাগিয়ে দেন। নিত্যানন্দবাবু আরো বলেন তৃনমুল নেতা এই দোকানে নিজের অফিস তৈরি করতে চান। আমি গোটা বিষয়টি আসানসোল পুরনিগমকে লিখিত ভাবে জানিয়েছিলাম।


অন্যদিকে, তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এই জায়গাটি আগে পিডব্লিউডি বা পূর্ত দপ্তরে অধীনে ছিলো। সেখানে একটি নার্সারি ছিলো । পরে তা আসানসোল পুরনিগমের হয়। তারপর জানতে পারি আসানসোল পুরনিগমের আগের বোর্ড সেখানে দুটি দোকান তৈরি করে ২০১৬ সালে লিজ দিয়ে দেয় একজনকে। তার দাবি, এই কাজ বেআইনি ভাবে করা হয়েছে।
তিনি আরও বলেন, আগের বোর্ডের সময় এখানে যে টেন্ডার হয়েছিল, তা কেন তদন্ত করা হয়নি?” পাশাপাশি, তিনি নিজের দলেরই পরিচালিত আসানসোল পুরনিগমের বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলেছেন। তার দাবি, আসানসোল পুরনিগম এইভাবে জিটি রোডের চারপাশ লিজে অন্য লোকেদের দিয়ে দিচ্ছে।


এদিকে, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেছেন, আইন মেনে কাজ করা আমার অগ্রাধিকারের মধ্যে পড়ে। আসানসোল পুরনিগম অনেক আগেই আইন মেনে ঐ দোকান একজনকে লিজ দিয়েছে। তিনি দিন কয়েক আগে আসানসোল পুরনিগমে অভিযোগ করেন, তাকে কেউ একজন ঐ দোকান দখল নিতে বাধা দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। তিনি আরো বলেন, যদি কেউ পুরনিগমের কাজে বাধা দেয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি, যে বা যারা আইন নিজেদের হাতে তুলে নিতে চায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনই নির্দেশ আছে।


এই ঘটনায় রাজ্যের শাসক দলকে বিজেপি আক্রমণ করেছে। আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, শুধু আসানসোল নয়, গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা দখলদারী ও সিন্ডিকেট রাজ চালাচ্ছে । তাদের দখলদারী থেকে এখন সাধারণ মানুষের জায়গা এবং সরকারি সম্পত্তি কোনকিছুই বাদ পড়ছেনা। আসানসোলের এই ঘটনা তার আরো একটা উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *