উত্তরাখন্ড ন্যাশনাল গেমস, বাংলা থেকে একমাত্র বক্সার হিসেবে নির্বাচিত রুপনারায়নপুরের পূরবী
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। জাতীয় গেমসে বক্সিংয়ে বাংলা থেকে একমাত্র বক্সার। ২০২৫ সালে জানুয়ারি – ফেব্রুয়ারি মাসে হতে চলা দেশের ৩৮ তম ন্যাশনাল গেমসে পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের রূপনারায়নপুরের বাসিন্দা পূরবী কর্মকার সেই সুযোগ পেয়েছেন। ইন্ডিয়ান অলিম্পিক এ্যাসোশিয়েশন সূত্রে এমনটাই জানা গেছে। লাইটফ্লাই ওয়েট ( ৪৮-৫০ কেজি) বিভাগে পূরবী মনোনীত হয়েছে।
বর্তমানে পূরবী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শারীর শিক্ষায় মাস্টার্স করছেন।বার্নপুরের অত্যন্ত নামই ইংরেজি বিদ্যালয় এর ফিজিকালি টিচারের দায়িত্ব পালন করে কয়েক মাস পরে চাকরি ছেড়ে সে যাদবপুরে মাস্টার্স করতে চলে যায় । এর আগে দুবার স্কুল জাতীয় গেমসে বক্সিংয়ে সে রুপো পেয়েছেন।




ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, উত্তরাখন্ডের দেরাদুনে ২০২৫ র ২৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৮ তম ন্যাশনাল গেমস হবে।
২০০১ সালের ১৭ আগষ্ট পূরবী কর্মকারের জন্ম। এর আগে সে দুবার স্কুল গেমসে পদক বিজয়ী। ২০১৭ সালে দেরাদুনে হওয়া স্কুল গেমসে সে পেয়েছিলো রুপো পদক। ২০১৫ আনন্দপুর সাহেবের স্কুল গেমসে পূরবী পায় ব্রোঞ্জ পদক। এরপর ২০১৮ সালে নিউ দিল্লিতে হওয়া প্রথম খেলো ইন্ডিয়ায় পূরবী কোয়ার্টার ফাইনালে উঠেছিলো। রুপনারায়নপুর ডিএভি স্কুলের প্রাক্তনী স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিশাখাপত্তনম কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছে। পূরবী ছাড়া নেহা সাউ জাতীয় জুনিয়র গেমসে ব্রোঞ্জ পদক পায়। আর প্রিয়াংশা রায় রাজ্য সাব জুনিয়র বক্সিংয়ে অংশ নিয়েছিলো।
পূরবীর বাবা প্রহ্লাদ চন্দ্র কর্মকার স্টেট স্কুল গেমস কোচ হিসেবে পরিচিত। এর পাশাপাশি তিনি রাজ্য বক্সিং কোচ। প্রতিযোগীদের চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিলো। তিনি রুপনারায়পুরের হিন্দুস্তান কেবলস গ্রাউন্ডে প্রশিক্ষণ দেন।
উত্তরাখণ্ডে হতে চলা ন্যাশানাল বা জাতীয় গেমসের জন্য বাংলা একমাত্র বক্সার হিসেবে রুপনারায়নপুরের পূরবী কর্মকারকে বেছে নেওয়ায় উচ্ছ্বসিত গোটা শিল্পাঞ্চল । তারই সাফল্যে বাড়াবনির বিধায়ক তথা সানসোলের মেয়র বিধান উপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে বলেন ওর কোন প্রয়োজনে পাশে থাকবোপূরবীর সাফল্যের কথা জেনে তার বাড়িতে পূরবীর অনুপস্থিতিতে তার বাড়িতে মিষ্টি এবং কেক ও পুষ্পস্তবক পাঠালেন বিধায়ক বিধান উপাধ্যায় সেটা তার মায়ের হাতে তুলে দিলেন বিধায়কের হয়ে আশুতোষতে তেওয়ারী ।