PANDESWAR-ANDAL

পানীয় জলের দাবিতে উখরা পঞ্চায়েতে বিক্ষোভ

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার উখরা পঞ্চায়েতে বিক্ষোভ দেখালো ১৭ নম্বর সংসদের বাসিন্দাদের একাংশ । দ্রুত সমাধানের আশ্বাস দিলেন প্রধান ।
উখড়া গ্রাম পঞ্চায়েতের ১১৭ নম্বর সংসদের পুরনো সন্ন্যাসী কালিতলা ও বাগান পাড়াতে বসবাস করে কয়েকশোটি পরিবার । পাইপ লাইনের মাধ্যমে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সরবরাহ করা জলই তাদের ভরসা । সম্প্রতি নতুন জল প্রকল্পে বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগের কাজ ও সম্পূর্ণ হয়েছে এলাকাতে । কিন্তু কল থাকলেও পাড়ার কোথাও কোন কলে জল পড়ে না বলে অভিযোগ বাসিন্দাদের । গত পাঁচ বছর ধরে সমস্যা এভাবেই চলছে বলে দাবি তাদের । বিষয়টি সাম্প্রতিককালে বেশ কয়েকবার পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের ।

বৃহস্পতিবার বাসিন্দাদের ক্ষোভ চরমে ওঠে । পুরুষ, মহিলা সহ বাসিন্দারা বিক্ষোভ দেখান পঞ্চায়েত অফিসে ।  আশ পাশের অন্যান্য পাড়াতে কলে জল এলেও তাদের এলাকাতে কেন জল আসে না এই দাবিতেই বিক্ষোভ বলে জানান স্থানীয় বাসিন্দা দুলালী ব্যানার্জি, পাপাই দাস, পার্থ ব্যানার্জিরা । বিক্ষোভ শেষে সমস্যার সমাধানের দাবি জানিয়ে স্মারকলিপি দেন প্রধান মিনা কোলের হাতে । মিনা দেবী জানান বিষয়টি ইতিমধ্যে বিডিও কে জানানো হয়েছে, খবর দেওয়া হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদেরও । আগামীকাল শুক্রবার সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারেরা এসে পাইপলাইন পরীক্ষা করবেন বলে জানান তিনি । পানীয় জল সমস্যার দ্রুত সমাধান হবে বলেও জানান মিনা দেবী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *