ঝোপ থেকে উদ্ধার হল সদ্যজাতের মৃতদেহ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : ঘুম থেকে উদ্ধার হল সদ্যোজাত কন্যার মৃতদেহ । স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । বৃহস্পতিবার প্রতাপপুর পঞ্চায়েত এলাকা থেকে দেহটি উদ্ধার হয় । বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ফরিদপুর থানার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কমিউনিটি হল সংলগ্ন ঝোপ থেকে উদ্ধার হয় একটি সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ । এদিন সকালে স্থানীয়রাই প্রথম লক্ষ্য করেন ঝোপের পাশে কিছু একটা পড়ে রয়েছে । সন্দেহ হওয়ায় তারা খবর দেয় দুর্গাপুর ফরিদপুর থানাতে । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।




পুলিশ সদ্যজাতের দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাই । দেহটি শিশু কন্যার বলে স্থানীয় সূত্রে খবর । সম্ভবত দু-এক দিন আগেই জন্ম নেওয়া শিশু কন্যার দেহ ওটি বলে স্থানীয়রা জানাই । দেহটি এই দিনে ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয় । কে বা কারা এই কাজে জড়িত তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ । উল্লেখ্য কয়েকদিন আগ অন্ডালের নদী পাড়ে একইভাবে কাপড়ের মোড়া একটি সদ্যোজাত শিশু উদ্ধার করে পুলিশ ।