আসানসোলে জাতীয় সড়কে বেপরোয়া চারচাকা গাড়ি, ধাক্কায় মৃত্যু এক পথচারীর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ থানা ১৯ নম্বর জাতীয় সড়কে ঘাগরবুড়ি মন্দিরের সামনে শুক্রবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পথচারী এক যুবকের। অঙ্গাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে আসানসোল হয়ে জুবিলি মোড়ের দিকে যাচ্ছিল একটি স্করপিও গাড়ি। আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে ঘাঘরবুড়ি মন্দিরের কাছে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া ভাবে রাস্তার পাশে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে ঐ স্করপিও গাড়িটি। সেই ধাক্কায় গাড়িটি বেশ কয়েকবার উল্টে রাস্তার পাশে থেমে যায়। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন এক যুবক। স্করপিও গাড়িটি তাকে ধাক্কা মারে। এর পরে পেছনের দিক থেকে আসা আরো একটি গাড়ি তাকে ধাক্কা মারে। তাতে ঐ যুবক রাস্তায় পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চারচাকা গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়।
এক প্রতক্ষদর্শী শ্যাম দাস বলেন, চারচাকা গাড়ির গতি ছিল খুব বেশি। প্রথমে ঐ গাড়িটি কালভার্টে ধাক্কা মারে। পরে রাস্তা পার করা ঐ যুবকটিকে গাড়ি ধাক্কা মারে। পরে তাকে অন্য একটি গাড়ি চাপা দেয়। এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা ১৯ নং জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের গাফিলতির সমালোচনা করেন। তারা বলেন, এই এলাকায় চালকদের গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। স্করপিও গাড়ির চালক ও তার সঙ্গে থাকা দুই যাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিকে আটক করে নিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গাড়ির মালিকের খোঁজ করা হচ্ছে। পাশাপাশি মৃত যুবকেরও পরিচয় জানার চেষ্টা হচ্ছে।