PANDESWAR-ANDAL

অন্ডাল বিমানবন্দরের রাস্তার কাজ আটকে বিক্ষোভ জমিদাতারা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল :- প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরের বি এ পি এল কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি ভঙ্গের দায়েই শনিবার অন্ডাল বিমানবন্দরের নবনির্মিত একটি রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল জমি দাতারা। জমি দাতাদের দাবি বি এ পি এল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল জমি অধিগ্রহণ করার সময় সেটা পালন করেনি কর্তৃপক্ষ আর সে কারণেই আজকের এই আন্দোলন। যদিও এই ব্যাপারে বিএপিএল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দক্ষিণখন্ড মৌজার জমি দাতা আশিস পাল ও বিজন পাল রা জানান, যেখানে মাননীয়া মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বলে দিয়েছেন জোর করে কারো জমি কেড়ে নেওয়া যাবে না। কিন্তু নিচু তলার প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করেই একপ্রকার জোর করে জমির মালিকদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছেন। আশীষ বাবু জানান দক্ষিণ খন্ড মৌজার প্রায় দশ বিঘা জমির এখনো পর্যন্ত ডিসপুট রয়েছে যেখানে জমি দাতারা তাদের জমি দিতে নারাজ, অথচ কর্তৃপক্ষ জোরপূর্বক জমি ছিনিয়ে নেওয়ার কৌশল নিয়েছে। তিনি বলেন যখন বিমানবন্দর এখানে তৈরি হচ্ছিল তখন এলাকার জমি দাতারা বন্ধুত্বসুলভ আচরণ দেখিয়ে তাদের জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে দিয়েছিল। প্রায় ২৩০০ একর জমি দাতারা বিমানবন্দর কর্তৃপক্ষকে দেয়।

জমি অধিগ্রহণ করার সময় বি এ পি এল কর্তৃপক্ষ জমিদাতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জমির বিনিময়ে জমি এবং পরিবারের একজন বেকার যুবককে ট্রেনিং দিয়ে তার চাকরি ও এলাকার উন্নয়ন করবেন। কিন্তু আজ এত বছরগুলো বছর পরও আশ্বাসই সার। কোন কথা রাখেনি বিএপিএল কর্তৃপক্ষ বলে দাবি করছেন জমি দাতাদের একাংশ। বিপিএল কর্তৃপক্ষ অন্ডাল বিমানবন্দর থেকে বি এ পি এল কর্তৃপক্ষ অন্ডাল বিমান নগরী থেকে অন্ডাল উখড়ার প্রধান রাস্তা তামলা মোড় পর্যন্ত একটা রাস্তা নির্মাণের কাজ করছেন। নতুন যে রাস্তাটি তৈরি হচ্ছে তার আশেপাশের জমিগুলির জমি দাতারা এদিন রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল। তাদের দাবি বি এ পি এল এলাকার জমিদাতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে কোন মতেই রাস্তা তৈরীর কাজ করতে দেওয়া হবে না। এদিকে এলাকায় উত্তেজনা বাড়ায় নামানো হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স।
শেষ পর্যন্ত প্রশাসনিক কর্তাদের আশ্বাসে আগামী সোমবার জমিদাতাদের নিয়ে একটা বৈঠকের সিদ্ধান্ত হলে আশ্বাস মত এদিনের বিক্ষোভ তুলে নেন জমিদাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *