বালি ডাম্পারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, ভাঙচুর
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: ইসিএলের বালি নিয়ে যাওয়ার ডাম্পার এবার ধাক্কা মারলো এক প্রবীণ বৃদ্ধাকে । এদিন দামোদর নদ থেকে ইসিএল সাইডিংয়ে এ বালি নিয়ে যাওয়ার সময়, অমৃতনগর কোলিয়ারির কাছেই বেহাল রাস্তার মধ্যে এক বৃদ্ধা মহিলা বছর ৫৭ র চিন্তা দেবী গেনেরি, নাতির সঙ্গে স্কুটিতে করে পুজো করতে গিয়ে বালি বোঝায় দাম্পারের নিচে চাপা পড়ে। এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ মুহূর্তে পথ অবরোধ করে ক্ষতিপূরণের দাবি ও সেই রাস্তা দিয়ে বালি চলাচল করা যাবে না ও অন্য ভারী পণ্যবাহী যা চলাচল করা যাবে না ও রাস্তাটিকে মেরামত করতে হবে, এই দাবি করে চলছে দেহ ফেলে রেখেই পথ অবরোধ করে বিক্ষোভ।
এদিন বালি বোঝায় পাঁচটি ডাম্পারে ও ঘাতক ডাম্পার এর মধ্যে ব্যাপকভাবে ভাঙচুরও চালিয়েছে স্থানীয় এলাকার বিক্ষুব্ধ মানুষজন। ঘটনা স্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দিতে হাজির হয়েছেন। এলাকার বাসিন্দাদের দাবি বারংবার তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে রাস্তা মেরামতির দাবি করলেও রাস্তা মেরামত করা হয়নি, উল্টে ভারী যানবাহন চলাচল করছে বেপরোয়া ভাবে। এদিন বেশ কয়েকজন ব্যক্তি ও মৃতের পরিজন দাবি করে যে ডাম্পারচালক এই ডাম্পারটি চালাচ্ছিলেন তিনি মধ্যপ অবস্থায় ছিলেন পাশাপাশি সঙ্গে ছিল না কোন ডাম্পারের খালাসি। আর যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেই অংশটিও বেহাল রাস্তা হয়ে রয়েছে, যে কারণে ওই বৃদ্ধা মহিলা সেখান দিয়ে গেলেও যান নিয়ন্ত্রণ করা যায়নি, বেহাল রাস্তায়ও অনেকটা এই দুর্ঘটনার জন্য দায়ী বলেই দাবি করেছেন তারা।