অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের আসানসোল শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ অখিল ভারতীর স্বর্ণকার সংঘের আসানসোল শাখার উদ্যোগে রবিবার আসানসোলের ঘাঁটি গলির জাগরণ ক্লাবে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই শিবির হয়।সাংবাদিকদের এই বিষয়ে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ধনঞ্জয় দে বলেন, এই প্রথম বার সংগঠনের তরফে এদিন এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শতাধিক মানুষকে ঐ বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।




পাশাপাশি শিবিরে বিনামূল্যে ইসিজি ব্লাড সুগার ও ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু মাত্র অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের আসানসোল শাখার সদস্যদেরই নয়, অন্যান্য মানুষেরও এই শিবিরে স্বাস্থ্যও পরীক্ষা করা হয়েছে। এর আগে সংগঠনের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। এদিন অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের আসানসোল শাখার সম্পাদক লাল্টু দে, সভাপতি অমিতাভ দাস সহ সদস্যরা।
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता
- আসানসোলে বাংলা দিবস উপলক্ষে ” শুভ নববর্ষ বরণ ” অনুষ্ঠান
- বিদেশী মদের বোতলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নববর্ষেই বিতর্ক, আন্দোলনে নামার হুঁশিয়ারী বাংলা পক্ষের
- আসানসোল শহরে ফ্লাইওভার সহ একাধিক দাবি নিয়ে নববর্ষে মন্ত্রীর কাছে ফসবেকি
- Durgapur NIT में विस्फोट ! प्रोफेसर व छात्र घायल