KULTI-BARAKAR

বালির দাম দ্বিগুনের বেশি, অভিনব প্রতিবাদ মিছিল সিপিআইএমের

বেঙ্গল মিরর, কাজল মিত্র:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বর্ধমান জেলায় একাধিক অবৈধ কারবার নিয়ে করা হুশিয়ারি দিয়েছিলেন জেলা প্রশাসনকে। এ কড়া হুঁশিয়ারির পর জেলার একাধিক বেআইনি বা অবৈধ  ভাবে পুকুর ভরাট থেকে আরম্ভ করে অবৈধ ভাবে নদী ঘাট থেকে বালি পাচার বন্ধ করতে তৎপর হয় পুলিশ প্রশাসন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অন্য চিত্র এমনই অভিযোগ তুলে আজ সকাল ৯টায় এক অভিনব প্রতিবাদ মিছিল করলেন CPIM এর
কুলটি এরিয়া কমিটি ১ এর নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা নিয়ামতপুরে, যেখানে মাথায় ধামা ভর্তি বালি নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিলেন স্থানীয় দৈনিক মজদুররা।

এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কুলটি এরিয়া কমিটি ১ এর সম্পাদক দেবানন্দ প্রসাদ তিনি বললেন
মুখ্যমন্ত্রী একবার কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন সেই হুঁশিয়ারিতে এক ট্রাক্টর বালি দাম ১৫০০টাকা থেকে ৪৫০০টাকা হয়ে গেল, যদি মুখ্যমন্ত্রী আরেকবার কড়া হুঁশিয়ারি দেন তাহলে বালির দাম কোথায় পৌঁছে যাবে? তাই সিপিএম নেতা দেবানন্দ প্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাতজোড় করে অনুরোধ করলেন যে আর যেন হুঁশিয়ারি না দেন কারণ দৈনিক মজদুররা দুই মাস থেকে কাজ হারিয়ে বসেছেন।
এই অনুরোধের পর সিপিএম নেতা দেবানন্দ প্রসাদ নিজেই হুঁশিয়ারি দিলেন আগামী ১০ দিনে বালির দাম কম না হলে কুলটি BLRO অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *