আসানসোলে বিবেকানন্দ সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের এসবি গরাই রোডের রামসায়ের ময়দানে বিবেকানন্দ সমিতির তরফে রবিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় শিশুরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এদিনের এই প্রতিযোগিতা উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল রায়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথিরা। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিবেকানন্দ কমিটির পক্ষ থেকে সকল অতিথিকে সম্মানিত করা হয়। তাপস বন্দ্যোপাধ্যায়, অমরনাথ চট্টোপাধ্যায় ও কাউন্সিলর উৎপল রায় সমস্ত ক্লাব সদস্যদের উপস্থিতিতে ক্লাবের পতাকা উত্তোলন করেন।




বিভিন্ন প্রতিযোগিতায় ছোট শিশুরা যেভাবে পারফরম্যান্স করেছে তা দেখে আমন্ত্রিত অতিথিরা সবাই তাদের প্রশংসা করেন। বিধান উপাধ্যায়, অমরনাথ চট্টোপাধ্যায় ও তাপস বন্দোপাধ্যায় প্রতিযোগীদের প্রতিভার প্রশংসা করে বলেন, সঠিক দিশা পেলে আগামী দিনে এরা অ্যাথলেটিক্সে দেশের গৌরব বয়ে আনতে পারবে।
বিবেকানন্দ সমিতির সভাপতি অশোক রায়, সেক্রেটারি গৌতম রায়, সদস্য রাজীব রায়, রাজু রায়, পল্লভ রায়, সোমেশ্বর রায়, অর্ণব রায় সহ সকল সদস্যরা এই ক্রীড়া প্রতিযোগিতাকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।