আসানসোলে তৃনমুল কংগ্রেসের কার্যালয়ের গেট ভাঙ্গার চেষ্টা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৫২ নং ওয়ার্ডের বার্নপুর রোডের কোর্ট মোড় এলাকার তৃনমুল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের হামলার অভিযোগ উঠলো। ঐ অফিসের বাইরে লাগানো তৃণমূল কংগ্রেসের ব্যানার ছেঁড়া হয়েছে এবং কার্যালয়ের গেটে লাগানো তার খুলে ভাঙার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে অফিসে আসা তৃনমুল কংগ্রেসের কর্মী বিষয় বুঝতে পারেন। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু। হিরাপুর থানায় খবর দেওয়া হলে এলাকায় আসে পুলিশ।
কাউন্সিলার বলেন, সোমবার রাতে ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে তিনি দলীয় কার্যালয়ে এসে কর্মীরা গোটা বিষয়টি দেখেন। কার্যালয়ের বাইরে দেয়ালে লাগানো তৃণমূল কংগ্রেসের ব্যানার। সেটি ছেঁড়া হয়েছে। অফিসের দরজা তারের সাহায্যে বাঁধা ছিল। সেই তার খুলে দরজা খোলার চেষ্টা করা হয়েছিল। মৌসুমী বসু আরো বলেন, এই কাজ মানসিক ভারসাম্যহীন কারোর বলে মনে হচ্ছে না। এটা অপরাধপ্রবণ মনোভাব নিয়ে করা কোন মানুষের কাজ। গোটা ঘটনাটি বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। আশা করি পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দেখা হচ্ছে।