প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য আবারও রেলমন্ত্রীর মনোনীত সদস্য হলেন রেল পরামর্শদাতা কমিটিতে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল : রূপনারায়নপুরের প্রবীণ সাংবাদিক ,কবি ,আবৃত্তিকার এবং সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্য আবারও ভারতীয় রেলের আসানসোল ডিভিশনের রেল যাত্রী পরামর্শদাতা কমিটির সদস্য মনোনীত হয়েছেন। দেশের রেলমন্ত্রী আগামী দু বছরের জন্য তাকে মনোনয়ন দিয়েছেন ।বিশ্বদেব বাবু বলেন ১৯ ৮৯ সালে তিনি প্রথম বার ডি আর ইউসিসি এবং সেখান থেকে জেড আর ইউ সিসি তে নির্বাচিত হয়েছিলেন ।এই নিয়ে এবার চতুর্থবার তিনি এই কমিটির রেল মন্ত্রী মনোনীত সদস্য হলেন। সেই সময় থেকে হাওড়া থেকে মোগলসরাই এর মধ্যে প্রচুর উন্নয়নমূলক কাজ করার প্রস্তাব দেওয়ায় তা বাস্তবায়িত হয়েছিল ।
বিশ্বদেববাবু কে জিজ্ঞাসা করা হলে কি ধরনের উন্নয়নমূলক প্রস্তাব তিনি দেবেন? এর উত্তরে তিনি বলেন করোণার সময় থেকে তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন মেন লাইনে চলাচল বন্ধ হয়েছে। এর মধ্যে জসিডি কলকাতা , শিয়ালদহ সীতামারি, হাওড়া অমৃতসর এক্সপ্রেসকে পুনরায় চালু করার জন্য প্রস্তাব রাখা হবে। একই সঙ্গে রূপনারায়নপুর স্টেশনে অন্তত হাওড়া থেকে দুরগামী চলা অন্তত আরো একটি ট্রেনের স্টপেজ, কম সময় অন্তর যাতে আসানসোল এবং ঝাজা বা জসিডি র মধ্যে লোকাল ট্রেন চলে তাও দেখতে হবে । দুমকা থেকে আসানসোল সরাসরি কোন ট্রেন জামতারা হয়ে চালানো যায় কিনা দেখতে হবে।
জসিডি থেকে শান্তিনিকেতন বা চিত্তরঞ্জন থেকে বোলপুর এবং আসানসোল থেকে আজিমগঞ্জ হয়ে বহরমপুর যাওয়ার কোন ট্রেন না থাকায় তা নিয়েও প্রস্তাব দেয়া হবে ।একই সঙ্গে বর্তমানে রানিগঞ্জ থেকে মেজিয়া যে রেল লাইনে মাল গাড়ি চলে তার সম্প্রসারণ বাঁকুড়া পর্যন্ত করে সেখানে সরাসরি বাঁকুড়া বর্ধমান বা দুর্গাপুর থেকে বাঁকুড়া লোকাল ট্রেন চালানোর দাবি জানানো ।হবে সীতারামপুরের মতো রেলস্টেশনে এনকয়ারি কাউন্টার চালুর ব্যবস্থা করতে হবে। চিত্তরঞ্জন ও রূপনারায়নপুর স্টেশনে ওভারব্রিজে র্যাম্পের ব্যবস্থা এবং একাধিক স্টেশনে যাত্রীষেধ ও ইউরিনাল এর দাবি জানানো হবে।