বিদায় ২০২৪ : আসানসোল শিল্পাঞ্চল বছর শেষে পিকনিক থেকে ঘোরাঘুরি, আনন্দোৎসবে মাতলো
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আরো একটা ইংরেজি বছর শেষ। বিদায় ২০২৪। স্বাগত ২০২৫। মঙ্গলবার সকাল থেকে পুরনো বছরকে পেছনে ফেলে, নতুন বছরের অপেক্ষায়, পিকনিক থেকে ঘোরাঘুরি, সঙ্গে দেদার খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে আনন্দোৎসবে মাতলো আসানসোল শিল্পাঞ্চল। বছরের শেষ দিনে, এই এলাকার সবচেয়ে বড় পর্যটন গন্তব্য বা পিকনিক স্পট মাইথনে পর্যটকদের ভিড় ছিলো, চোখে পড়ার মতো। মাইথনে পিকনিকের পাশাপাশি বাড়তি আকর্ষণ হলো নৌকা বিহার। সবাই এসেছিলেন পিকনিক করে ২০২৪ কে বিদায় জানাতে। তবে শুধু আসানসোল শহর বা শিল্পাঞ্চল নয়, বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ড থেকে অনেকেই এদিন মাইথনে এসেছিলেন বর্ষ শেষের আনন্দ নিতে। মাইথনের পাশাপাশি সিদাবাড়ি সহ আশপাশের পিকনিক স্পটেও এদিন ভিড় ছিলো বেশ ভালোই।




এদিকে, বার্নপুরে দামোদর নদী লাগোয়া নেহেরু পার্কও বছর শেষের দিন বেশ জমজমাট ছিলো। আসানসোলের জামুরিয়ায় ১৯ নং জাতীয় সড়কের গুঞ্জন ইকোলজিক্যাল পার্কে পর্যটকদের ভিড় এদিন বেশ অনেকটাই।
এছাড়াও আসানসোল শহরের জিটি রোডের শতাব্দী পার্কের শিল্পাঞ্চলের ছোট ছোট পিকনিক স্পটগুলোতেও অনেকেই এসেছিলেন বর্ষ শেষের আনন্দে মাততে। দামোদর ও অজয় নদীর ধারেও এদিন অনেকেই নিজেদের মতো করে পিকনিক করেন।
বছর শেষের দিনের নিরাপত্তার দিকে বিশেষ নজরদারি ছিলো পুলিশ ও প্রশাসনের। বলতে গেলে প্রায় সব জায়গাতেই পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো। ১৯ নং জাতীয় সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিলেন ট্রাফিক গার্ডের পুলিশ। এইসব জায়গায় চারচাকা গাড়ি দাঁড় করিয়ে পুলিশ কর্মীরা তল্লাশি চালান। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কিনা, তাও পরীক্ষা করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার রাতে আসানসোলের বিভিন্ন ক্লাব ও হোটেলে বর্ষ শেষের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনেক জায়গাতেই সন্ধ্যের পর থেকেই সেইসব অনুষ্ঠান শুরু হয়ে যায়। জানা গেছে, ঘড়ির কাঁটা ধরে ঠিক রাত বারোটার সময় হবে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর বাড়তি আকর্ষণ।