দুটি পৃথক পথ দূর্ঘটনা, এক রেল কর্মী সহ দুজনের মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলের বার্নপুর ও কুলটির বরাকরে দুটি পৃথক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক রেল কর্মী সহ দুজনের। মৃতরা হলো আসানসোল উত্তর থানার রেলপারের ডিপোপাড়ার কেএস রোডের রেল কর্মী চন্দন কুমার ভার্মা (৪৫) ও কুলটি থানার বরাকরের সুনীল রজক (৩২)। বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বার্নপুর থেকে মোটরসাইকেল করে আসানসোলে বাড়ি আসছিলেন রেল কর্মী চন্দন কুমার ভার্মা। হিরাপুর থানার বার্নপুরে রিভারসাইড এলাকায় ব্রিজে কোম গাড়ি তাকে ধাক্কা মারে। তাতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাকে সেখান থেকে উদ্ধার করে আসানসোলে রেলের ডিভিশনাল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।




অন্যদিকে, গত ২৯ ডিসেম্বর রাতে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন কুলটি থানার বরাকরের বাসিন্দা সুনীল রজক। বাড়ির কাছে রাস্তায় দ্রুত গতিতে স্পিড ব্রেকার পেরোতে গিয়ে টাল সামলাতে না পেরে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে আসানসোলের সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে, বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।