ASANSOL

নতুন বছরের প্রথম দিনে পূর্ব পুরুষদের স্মরণ করলেন পৌরপিতা উৎপল রায়

বেঙ্গল মিরর, আসানসোল : বুধবার ছিল ইংরেজি নতুন বছরের প্রথম দিন 2025 বছরের প্রথম দিনে আসানসোল পৌরনগমের ওয়ার্ড সংখ্যা ৪৫ এর পৌর পিতা উৎপল রায় পূর্বপুরুষদের ও পুরনো পার্টি কর্মীদের স্মরণ করলেন। তিনি আসানসোলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় নকড়ি  রায় ও স্বর্গীয় রামকৃষ্ণ রায় এর প্রতিমাতে মাল্য দান করেন। এরপর স্বর্গীয় দয়াময় রায় সহ অন্যান্য পুরনো পার্টি কর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উৎপল রায় বলেন আমরা সবাই মিলে মা মাটি মানুষের হাতকে আরো শক্ত করার সংকল্প নিয়েছি। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সারা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ওনাকে ২০২৬-এ চতুর্থ বার মুখ্যমন্ত্রী করার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *