PANDESWAR-ANDAL

কনভেয়ার বেল্টে আটকে শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ সহকর্মীদের

বেঙ্গল মিরর,  সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : কনভেয়ার বেল্টে জড়িয়ে দুর্ঘটনায় মৃত্যু হল শ্রমিকের । ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি কোলিয়ারির ২ নম্বর পিটের ঘটনা । শ্রমিকের অপমৃত্যুতে উত্তেজনা ছড়ায় কোলিয়ারি চত্বরে ।
শুক্রবার সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি কোলিয়ারির দু’নম্বর পিটে দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের । কনভেয়ার বেল্টে পড়ে গিয়ে দুর্ঘটনায় ঐ শ্রমিকের মৃত্যু হয় । মৃত শ্রমিকের নাম মহিমা রঞ্জন রজক (৫৯) । জামুড়িয়ার শিবপুরের বাসিন্দা মহিমা রঞ্জন বাবু পরিবার নিয়ে কোলিয়ারি আবাসনে থাকতেন । কোলিয়ারির আন্ডার গ্রাউন্ড সুপারভাইজার পদে কর্মরত ছিলেন তিনি ।

এদিন অসাবধানতাবশত তিনি কনভেয়ার বেল্টে পড়ে তাতে জড়িয়ে যান । সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক । দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয় সহকর্মীরা । কোলিয়ারি চত্বরে মৃতদেহ রেখে শুরু হয় বিক্ষোভ । খবর পেয়ে সেখানে পৌঁছান স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও । মৃত শ্রমিকের নিকট আত্মীয়কে চাকরিতে নিয়োগ ও অন্যান্য ক্ষতিপূরণের দাবি নিয়ে বৈঠকে বসেন নরেন্দ্রনাথ বাবু ও অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্ব । কর্তৃপক্ষ শ্রমিক সংগঠন গুলির দাবি মেনে নিলে বিক্ষোভ ওঠে । এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে পাণ্ডবেশ্বর থানাতে নিয়ে যায় । কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে দাবি করেন নরেন্দ্রনাথ বাবু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *