দূর্গাপুর স্পোর্টস কার্নিভ্যাল ‘ আয়োজনে ক্লাব সমন্বয়, উদ্বোধন ৫ জানুয়ারি
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur Sports Carnival ) এবার ইস্পাত নগরী দুর্গাপুরে আয়োজন করা হচ্ছে ” দূর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”। এর উদ্বোধন হতে চলেছে আগামী ৫ জানুয়ারি। এর আয়োজনে দূর্গাপুর ক্লাব সমন্বয়। সহযোগিতায় রয়েছে শহরের ক্রীড়া সংগঠনগুলি।
জানা গেছে, এই স্পোর্টস কার্নিভ্যালে থাকবে ৩২ টি ইভেন্ট। অংশ নেবে ১২ হাজারের বেশি প্রতিযোগী। সবমিলিয়ে ২৫ লক্ষ টাকার প্রাইজ মানি রয়েছে
৫ জানুয়ারি উদ্বোধনের দিন থাকছে গায়ক অনুপম রায়ের গান। আরো জানা গেছে, এই স্পোর্টস কার্নিভ্যালে থাকছে ক্রিকেট , ফুটবল, টেনিস , দাবা ও অ্যাথলেটিক্সের মতো ইভেন্ট। আগামী ১২ জানুয়ারি থাকছে ম্যারাথন আর এই দিনে উপস্থিত থাকবেন একসময়ের ফুটবলে ঝড় তোলা পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া।
তবে স্পোর্টস কার্নিভালে প্রাইজ মানি ক্রিকেটেই সবচেয়ে বেশি থাকছে। ৫ লক্ষ টাকা উইনার্স টিম। রানার্স ৩ লক্ষ টাকা। ম্যারাথনে থাকছে ৫০ হাজার , ৩০ হাজার , ২০ হাজার। ফুটবলে প্রাইজ মানি থাকছে ২০ হাজার ও ১৫ হাজার টাকা। দাবাতে এখনো প্রাইজ মানি ঘোষণা হয়নি বলে এদিন জানিয়েছেন উদ্যোক্তারা । জেলার স্পোর্টস অ্যাসোশিয়েশনগুলির বাছাই করা খেলোয়াড়রা , স্কুল কলেজের সেরা খেলোয়াড়রা অংশ নেবেন স্পোর্টস কার্নিভালের বিভিন্ন ইভেন্টে। শুধু মাত্র ম্যারাথন , ক্রিকেট এবং টেনিসে বাইরে থেকে খেলোয়াড়রা আসবেন । এই ক্লাব সমন্বয় এর আগে শুধু ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিলো। এবার এই প্রথম রাজ্যের মধ্যে সম্ভবতঃ প্রথম কোন জেলা শহরে স্পোর্টস কার্নিভ্যালের মতো একটা বড় ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে, জানিয়েছেন ক্লাব সমন্বয়ের কর্তারা।
শুক্রবার এই স্পোর্টস কার্নিভালকে দুর্গাপুরের সম্মান রক্ষার ডাক দিয়েছেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি বলেন, এই আয়োজনের মধ্য দিয়েই খেলাধুলার প্রসারের একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা হচ্ছে। দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামকে উন্নত করার জন্য আমি সাংসদ কীর্তি আজাদকে ২ কোটি টাকা তার সাংসদ কোটা থেকে দান করার জন্য অনুরোধ করেছেন এবং আড্ডাকেও তিনি অনুরোধ করেছি। দূর্গাপুর পুরনিগম ২ কোটি টাকা দিয়েছে । শহরে খেলাধুলার মানকে বাড়িয়ে তোলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই স্পোর্টস কার্নিভালের আয়োজন করার । পান্ডবেশ্বরের বিধায়ক আরো বলেন, এই দূর্গাপুর স্পোর্টস কার্নিভাল সবার। তাই তা সফল করতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।