বারাবনিতে শুরু স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় ক্রিকেট প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় ক্রিকেট প্রতিযোগিতা শুক্রবার থেকে শুরু হলো। বেলডাঙ্গা খামড়া আটপাড়া ফুটবল মাঠে হওয়া এই প্রতিযোগিতার মোট ১৬টি টিম অংশগ্রহণ করছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এই প্রতিযোগিতা পাঁচ দিন ধরে চলবে।
এদিন সকালে এক অনুষ্ঠানে ফিতে কেটে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন
বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি সুফল মাঝি সহ অন্যান্যরা।