রানীগঞ্জে প্রসূতি মৃত্যুতে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : শিশুর জন্ম দিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে থাকা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির পক্ষ অসংখ্য কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্ব। বিক্ষোভকারীরা এদিন দাবি করে যে সদ্যোজাত যে শিশু পুত্র রয়েছে তার দায়িত্ব নিতে হবে চিকিৎসককে। শনিবার রাত্রে এই দাবিতেই তারা চালাচ্ছে পথ অবরোধ করে বিক্ষোভ।




ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার সকালে অন্ডালের গোপালমাঠ এলাকার বাসিন্দা কার্তিক বাউরির স্ত্রী বছর ৩২ এর মামনি বাউরী প্রসব যন্ত্রণা নিয়ে রানীগঞ্জের মারওয়ারী রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি হয় ডাক্তার বিজন মুখার্জির আন্ডারে। বিকেলে ওই প্রস্তুতির সিজার করে বাচ্চা প্রসব করানো হলে তার শারীরিক অবস্থার অবনতির পর মৃত্যু হয়। আর এই ঘটনার খবর পাওয়ার পর পরই ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয় এলাকায়। আর এই ঘটনার খবর পেয়ে এদিন রাত্রেই ঘটনাস্থলে হাজির হন পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির নেত্রী স্থানীয়রা।
এদিন তারা ওই চিকিৎসা কেন্দ্রের সামনে পৌঁছে কেন এরূপভাবে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটলো সে বিষয়ে দাবি করে ওই যে সদ্যোজাত প্রসূতি জন্ম দিয়েই মৃত্যু হয়েছে তার দেখভাল কিভাবে ওই পরিবারের সদস্যরা করবে তা নিয়ে প্রশ্ন তুলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এ সময় জাতীয় সড়কের ওই অংশে পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে হাজির হয়েছে চলছে কথোপকথনের মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা।