BARABANI-SALANPUR-CHITTARANJAN

Rupnarayanpur Utsav 2025 : উদ্বোধন করলেন বিধায়ক এবং মেয়র বিধান উপাধ্যায়

বেঙ্গল মিরর , কাজল মিত্র, সালানপুর : ( Rupnarayanpur Utsav 2025) পিসের উদ্যোগে তিন দিনব্যাপী রূপনারায়নপুরের উৎসবের । শনিবার সন্ধ্যায় পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে তিন দিনব্যাপী রুপনারায়নপুর উৎসবের উদ্বোধন করলেন বারাবনি বিধানসভার বিধায়ক এবং আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী এবং বিশিষ্ট সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, সমাজকর্মী জয়দীপ মুখোপাধ্যায় এবং বিজয় সিং ।


এই উপলক্ষে প্রথম দিন প্রায় ৩০০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে সারা বছরের খাতা পেন্সিল পেন সহ পড়াশোনা সামগ্রী তুলে দেয়া হয় পিস এর পক্ষ থেকে। বিধান উপাধ্যায় এই সংস্থা যেভাবে দুস্থ ছাত্রছাত্রীদের গত ১৪ বছর ধরে পড়াশুনা এবং সাংস্কৃতিক জগতে নিয়ে কাজকর্ম করছে তার উচ্ছশিত প্রশংসা করেন। বিশ্বদেব ভট্টাচার্য বলেন কিভাবে পিসে বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে তাদের ইভিনিং মিল দিয়ে নাচ গান আবৃত্তি ছবি আঁকায় শেখানো হয়। এবং শুধু রূপনারায়নপুর আসানসোল নয় এই রাজ্য এমনকি বাংলাদেশ নানান ভাবে অনুষ্ঠান করে এসেছে।

অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার শুভদীপ সেন। তিনি বলেন রূপনারায়নপুর চিত্তরঞ্জন সংলগ্ন এলাকার মানুষ ছাড়াও বাইরের মানুষের সহযোগিতা ছাড়া এত বড় কর্মযজ্ঞ করা সম্ভব নয় ।এই সংগঠন চালিয়ে যাওয়ার জন্য সকলের সাহায্য চেয়ে আবেদন করেন। প্রথম দিন পিসের বাচ্চাদের সমবেত আবৃত্তি এবং অন্যান্য সংগীত ও নৃত্য অবশ্যই উল্লেখ করার মতো ছিল। শিক্ষা সহ একাধিক বিষয় এখানে আলোচনা চক্র, কবিতা পাঠের আসর সহ এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ।এছাড়াও এই উৎসবে সাথে খাদ্য মেলারও ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *