আসানসোলে বেঙ্গল কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য মেলা, রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (বিসিডিএ) আসানসোল জোনের উদ্যোগে রবিবার আসানসোলের রাহালেনের মিউনিসিপ্যাল পার্কে ১৭ তম স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। মেলার সঙ্গে ছিলো রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , কাউন্সিলর উৎপল রায়,ফসবেকি বা সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শচীন রায়, বিসিডিএর জেলা সম্পাদক অমিত রায় , জোন সেক্রেটারি কুন্তল রাই, জোন সভাপতি সৌতম বন্দোপাধ্যায় , জোন কোষাধ্যক্ষ কাঞ্চন রায় , দিব্যেন্দু ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।




মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় রাজ্যের সবাই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন । আসানসোলে গড়ে উঠেছে সুপার স্পেশালিটি হাসপাতাল। আমাদের এলাকার ছেলেমেয়েরা যাতে স্থানীয় মেডিক্যাল কলেজে পড়াশোনা করতে পারে সেজন্য বহু বছর ধরেই আসানসোলে অনেক বড় বেসরকারি হাসপাতাল চালু করা হয়েছে। শিগগিরই এখানে মেডিকেল কলেজ চালু হবে। হেলথ ওয়ার্ল্ড ও অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। বার্নপুর সোশাল ওয়েলফেয়ার ভলেন্টিয়ার ব্লাড ডোনার্সের সহযোগিতায় এই মেলায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৩০ জনেরও বেশি মানুষ রক্তদান করেন। মেলায় শিশুদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হয়।