ASANSOL

আসানসোল বইমেলা ১০ জানুয়ারি থেকে শুরু ৪১ তম, যুব শিল্পী সংসদের পরিচালনা ও পুরনিগমের সহযোগিতা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ যুব শিল্পী সংসদের পরিচালনায় ও আসানসোল পুরনিগমের সহযোগিতায় আগামী ১০ জানুয়ারি থেকে আসানসোলের পোলো গ্রাউন্ডে শুরু হচ্ছে ৪১ তম আসানসোল বইমেলা ( Asansol Book Fair )। রবিবার বিকেলে আসানসোলের এসবি গরাই রোডের বিদ্যাসাগর আবাসনের সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বইমেলা কমিটির পক্ষে সৌমেন দাস। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন অমিত চট্টোপাধ্যায় ও মীনা মুখোপাধ্যায়।


সাংবাদিক সম্মেলনে সৌমেনবাবু আরো বলেন, এই বইমেলা হবে ১০ দিনের। শেষ হবে ১৯ জানুয়ারি। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বইমেলা চলবে। শনিবার ও রবিবার দুপুর একটা থেকে প্রবেশাধিকার দেওয়া হবে। এবারের আসানসোল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটের সময়। তিনি আরো বলেন, মেলার ১০ দিনে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে কবি গুরুর স্মরণে রবীন্দ্রচর্চার অনুষ্ঠান, বিভিন্ন ভাষার অনুষ্ঠান, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, কবি সম্মেলন, কবিতা পাঠের অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা ও ক্যুইজ প্রতিযোগিতা। তিনি আরো বলেন, ১৭ জানুয়ারি শুক্রবার ” বাংলা ভাষার বিপন্নতা ” শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেবেন শিক্ষাবীদ ডঃ পবিত্র সরকার। ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শান্তিনিকেতনের রীনা দাস বাউল ও তার সম্প্রদায় বাউল গান পরিবেশন করবেন। ১৯ জানুয়ারি রবিবার সন্ধ্যায় আসানসোলের বাসিন্দা সদ্য প্রয়াত শিল্পী দিলীপ দাসের স্মরণে যুব শিল্পী সংসদ একটি বিশেষ অনুষ্ঠান করবে।


সৌমেনবাবু বলেন, আসানসোল বইমেলা উপলক্ষে অভিনব এক আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৮ জানুয়ারি বুধবার বইমেলা উদ্বোধনের ঠিক আগের দিন বইমেলা ময়দান বা পোলো গ্রাউন্ডের সামনের রাস্তায় এই প্রতিযোগিতা হবে। বেলা বারোটা থেকে শুরু হয়ে তা চলবে দুপুর তিনটে পর্যন্ত। এবারের বইমেলায় মোট বইয়ের স্টলের সংখ্যা ৪৫ টি। বাংলার পাশাপাশি ইংরেজি, হিন্দি সহ অন্যান্য ভাষার বই নিয়ে পাবলিশার্স ও প্রকাশকেরা আসছেন। ছোটদের নানা ধরনের বই নিয়ে দিল্লির একটি নামী পাবলিশার্স এবারের আসানসোল বইমেলায় প্রথম আসছে। এছাড়াও বেশকিছু খাবারের স্টলও থাকবে। বইমেলার প্রবেশ মূল্য গত বছরের মতো ৫ টাকা রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *