RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ বইমেলার উদ্বোধন, সম্প্রীতির বার্তা মন্ত্রীর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Raniganj Book Fair 2025 ) বইয়ের জন্য হাঁটুন এই আহ্বান জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তৃতীয় দফায় রানীগঞ্জ বইমেলা শুরু হল রানীগঞ্জের সিয়ারসোল রাজ ময়দানে। এবারের এই মেলার উদ্বোধন পর্বে প্রদীপ প্রজ্জ্বলন ও বেশ কিছু বইয়ের উদ্বোধন করে মেলার উদ্বোধন পর্ব ছারলেন রাজ্যের ভারপ্রাপ্ত জনশিক্ষা প্রচার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী। এই মঞ্চে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তার বক্তব্যে দাবি করলেন স্রোতের বিরুদ্ধে বইছে সনাতন হিন্দু ধর্ম যা রক্ষা করার দায়িত্ব মহারাজদের। দাবি ইসলাম ধর্মে হিংসা নেই স্বামীজি প্রকৃত সনাতন হিন্দু। তিনি দাবি করেন প্রায় 29 কোটি বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের মানুষ রয়েছে পৃথিবীতে অথচ বাংলা ভাষার উপর আজও আক্রমণ ধেয়ে আসছে। তাই নিজেকে দুর্বল ভাববেন না বাঙালিরা মাথা উঁচু করে চলুন। আর এর সাথেই তার দাবি কিছু কিছু নেতা মিথ্যে বলে সদা মিথ্যে কথা বলে আর মিডিয়া খুঁচিয়ে খুঁচিয়ে শুধু সেই সব দেখায়। এই বলেই তিনি দাবি করেন টাকা দিয়ে মন জয় করা যায় না তাই মমতা মডেল কেউ দেখাতে চাই না প্রচার নেই প্রচার হলেই হেরে যেতে হবে সকলকে। এই বলেই তিনি কোন নাম উল্লেখ না করে দাবি করেন স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের চাটুকার ছিল অনেকে যারা আমাদের গালিগালাজ করছে আর এখন ৬৫ ইঞ্চি ছাতি তারা তাদের দালালি করছে। এমনই ব্যাঙ্গাত্মক মন্তব্য তিনি করেন বই মেলার মঞ্চে।

Raniganj Book Fair 2025


পরবর্তীতে সাংবাদিকদের কাছে প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন স্থান কাল পাত্র আমি ঠিক বুঝি। যিনি এসব নিয়ে তিক্ততা করছেন তারা কত বড় মানুষ তা নিয়ে প্রশ্ন তোলেন। সে সঙ্গেই তিনি দাবি করেন, সনাতন ধর্মকে এখন বিভিন্ন রূপরেখায় পরিচালিত করা হচ্ছে। আর এ সকলের সাথেই তিনি বাংলাদেশ প্রসঙ্গে জানান বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত মোদীজি যান না কেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন ওরা বসে আলোচনা করে না। এ সকল আমাদের ব্যর্থতা নয়, এটা প্রধানমন্ত্রী ব্যর্থতা বলেই দাবি করেন তিনি। সে সঙ্গেই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু প্রসঙ্গে তার দাবি আমরা পশ্চিমবঙ্গে অনেক ভালো আছি অন্য রাজ্যের তুলনায় তো বটেই তার দাবি আমি যদি এই প্রসঙ্গে কিছু বলছি তা স্থান কাল পাত্র বিশেষ এ বলছি কোন মিডিয়াকে এখনো বলিনি এই প্রথম বলছি। এ সকল নানান মন্তব্যের মধ্যে দিয়ে তিনি ঘরে দরে কেন্দ্রের মোদি সরকারকে বিঁধলেন নিজের মন্তব্যে।  উল্লেখ্য এ বারের তৃতীয় দফার বইমেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আটচল্লিশটি বইয়ের স্টল এসে হাজির হয়েছে মেলা প্রাঙ্গণে। মোট ৯১ টি ষ্টলের মধ্যে এখনো পর্যন্ত বেশ কিছু স্টল খালি রয়েছে তবে খুব দ্রুত সে সকল স্টল গুলি পূরণ হয়ে যাবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। এবারের যে ৪৮ টি বইয়ের স্টল রয়েছে তার মধ্যে বাংলা উর্দু ও ইংরেজি বইয়ের স্টল লক্ষ্য করা গেলেও হিন্দি বইয়ের স্টল এখনো হাজির হয়নি মেলা চত্বরে জানিয়েও উঠেছে প্রশ্ন। 3

এবারের এই মেলার প্রথম দিনেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে রানীগঞ্জের প্রায় ১১ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা রাণীগঞ্জ তার বাংলা এলাকা থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে সিয়ারসোল রাজ ময়দানে এসে পৌঁছয়। মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে যার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ফিরে দেখা প্রতীতি প্রতিটির স্টলটি জানা গেছে এই স্টল এর মাধ্যমে প্রত্যহ বিভিন্ন স্বাস্থ্যপরিসেবা প্রদান করা হবে মেলায় আগত দর্শকদের। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের সুস্বাস্থ্য কিভাবে বজায় থাকবে তাও জানানো হবে এই স্টল এর মাধ্যমে। সেখানেই বৃক্ষ প্রেমীদের জন্য পশ্চিমবঙ্গ বনবিভাগের পক্ষ থেকে মেলায় আগত দর্শকদের বিনামূল্যে গাছের চারা প্রদান করা হচ্ছে এই স্টল থেকে। আর খাদ্য রসিকদের রসনা তৃপ্তির জন্য রয়েছে বেশ কিছু স্টল। আর এ সকলের সাথেই ধার্মিক সব বইয়ের স্টলের মাধ্যমে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা সারদা ও শ্রীরামকৃষ্ণের ভাবধারা নিয়ে বেশ কিছু বই প্রদর্শিত হচ্ছে এই বইমেলা প্রাঙ্গনে এসেছে ইসকনের ধার্মিক বইয়ের স্টল। এই বইমেলা প্রত্যহ দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত, আগামী ১১ ই জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। মেলায় আসছে বহু নামিদামি শিল্পী রয়েছে এলাকার স্থানীয় বহু শিল্পীর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *