ASANSOL

হাওড়া থেকে আসানসোলে দু’ঘণ্টার কম সময় পৌঁছে যাওয়া যাবে

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। মাত্র দু’ঘণ্টার কম সময় হাওড়া থেকে আসানসোলে পৌঁছে যাওয়া যাবে ।এর ফলে সবচেয়ে লাভবান হবেন আসানসোল শিল্পাঞ্চল সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা বিশেষ করে যারা অসুস্থ অবস্থায় কলকাতায় চিকিৎসা করানো বা কোন জরুরী কাজে জন্য যাতায়াত করেন। যে ট্রেনগুলোতে এই দু ঘন্টায় কমে পৌঁছে যাওয়া যাবে সেই ট্রেনগুলি হল হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিটে হাওড়া থেকে আসানসোলে পৌঁছে যাবে। হাওড়াতে ট্রেনটি ৬ টা ৪৫মিনিটে ছাড়বে এবং আসানসোলে ৮টা ৪০ মিনিটেই সে ঢুকবে ।একইভাবে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ৩ টে ৫০মিনিটে ছাড়বে এবং ৫ টা বেজে ৪৪ মিনিটে আসানসোলে ঢুকবে। এই ট্রেনটি ১ ঘন্টা ৫৪ মিনিট সময় নেবে। অন্যদিকে হাওড়া থেকে দিল্লীগামী রাজধানী এক্সপ্রেস ১ ঘন্টা ৫৭ মিনিটে এই দুই স্টেশনের মধ্যে পৌঁছে যাবে।


শুধু তাই নয় আসানসোল খনি শিল্পাঞ্চল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিত্যযাত্রীদের দুটি ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এবং কোল ফিল্ড এক্সপ্রেসেরও যাতায়াতের সময় আগের তুলনায় কমে গেছে। নতুন বছরের শুরু থেকেই এই সময়সূচী অনুযায়ী পূর্ব রেল ট্রেন চালাচ্ছে ।কোলফিল্ড এক্সপ্রেস  হাওড়া থেকে আসানসোলে আসত ৮ টা ১৮ মিনিটে রাত্রিবেলা । সেটি ১৪ মিনিট আগে মানে ৮ বেজে ৪ মিনিটে পৌঁছে যাবে। এবং সকালবেলা এই ট্রেনটি আসানসোল থেকে হাওড়ার উদ্দেশ্যে ৭ টায় ছাড়তো ।সেটি ৬টা পঞ্চাশ মিনিট অর্থাৎ ১০ মিনিট আগেই ছাড়বে ।একইভাবে ব্ল্যাক ডায়মন্ড হাওড়া থেকে আগে ৯টা ৪১ মিনিটে এসে পৌঁছতো। এখন ১০মিনিট আগে অর্থাৎ ৯টা ৩১শে পৌঁছাবে। আবার ওই ট্রেনটি আসানসোল থেকে বিকেলবেলা ৫:৩৪ মিনিটে ছাড়তো এখন ১০মিনিট আগেই ৫টা ২৪ মিনিটে ছাড়া শুরু করেছে।


পূর্ব রেলের জনসংযোগ দপ্তর সূত্র থেকে জানা গেছে ৪২ টি গুরুত্বপূর্ণ মেল ,এক্সপ্রেস ট্রেনের সময় বদলানো হয়েছে এবং ৬৩ টি মেল ,এক্সপ্রেস ট্রেনের গতি বাড়িয়ে যাত্রার সময় ৫ মিনিট থেকে ৫৫মিনিট পর্যন্ত কমে গেছে। একইভাবে পূর্ব রেলে চলাচলকারী ৮টি ই এম ইউ, এম ই এম ইউ এবং ডি এম ইউ এর গতি বাড়ানোর ফলে ৬ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত সময় কমেছে-চলাচলের ক্ষেত্রে ।এছাড়াও আসানসোল থেকে হাওড়ার মধ্যে চলাচলকারী পূর্বা এক্সপ্রেস, শতাব্দি ও জনশতাব্দীর মত সুপারফাস্ট এবং এক্সপ্রেস ট্রেনগুলি যাতায়াতের সময় কিছুটা কমেছে।

কলকাতার বিশিষ্ট চিকিৎসক কার্ডিয়লজিস্ট  সৌরভ কোলে এবং আসানসোলের শিক্ষক বিশ্বনাথ মিত্র বলেন মাত্র দু ঘন্টার মধ্যে যদি কোন রোগীকে আসানসোল থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় তাহলে তাকে যেকোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে মোট তিন ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের সুবিধা পাবেন এখানকার মানুষেরা।


পূর্ব রেলের পি আর ও  ইনচার্জ দীপ্তিমান দত্ত। বলেন রেল লাইনের ব্যাপক সংস্কার এবং সিগন্যাল ও টেলিকমোনিকেশন এর ব্যাপক আধুনিকীকরণের ফলেই ট্রেনে গুলির গতি বাড়ানো সম্ভব হয়েছে। এতে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধে বাড়বে।পয়লা জানুয়ারি থেকেই এই সময়সীমা চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *