মুখ্যমন্ত্রী ও দলনেত্রীর জন্মদিন পালন, আসানসোল শিল্পাঞ্চলে নানা অনুষ্ঠানের আয়োজনে তৃনমুল কংগ্রেস
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/কাজল মিত্র : রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রবিবার আসানসোল শহর তথা শিল্পাঞ্চল জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই উপলক্ষে আসানসোলের বার্নপুরের চিত্রা মোড় এলাকায় আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, তৃনমুল কংগ্রেসের রাজ্য সচিব ভি শিবদাসন ওরফে দাসু, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, অসীম সরকার প্রমুখ।
এদিন আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোডে তৃনমুল কংগ্রেসের অফিসে দলের সুপ্রিমোর জন্মদিন পালনে কেক কাটা হয়। এখানে ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর শ্রাবণী মন্ডল, বাচ্চু মাঝি প্রমুখ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এদিন বিশেষ ভাবে পালন করে আসানসোল সাউথ টাউন তৃণমূল যুব কংগ্রেস। এই উপলক্ষ্যে তৃনমুল যুব কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। ছিলেন শিক্ষক সংগঠনের ডঃ বিরু রজক ছাত্র সংগঠনের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়, তিলন সাধু,যুব সভাপতি অভীক গোস্বামী সহ অন্যান্যরা।
সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সালানপুর ব্লকের কালীপাথর মিশনারী অফ চ্যারিটিতে রোগীদের মধ্যে ফল ও কেক বিতরণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবানি বিধানসভার যুব নেতা মুকুল উপাধ্যায়, জেলা পরিষদের সভাপতি মহম্মদ আরমান প্রমুখ।
কুলটি ব্লকে কেক কাটা হয়। এলাকার দরিদ্রদের শীতবস্ত্র ও কম্বল বিতরণ ও স্কুল ছাত্রদের ব্যাগ বিতরণ করা হয়। এখানে বেশ কয়েকজন বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি বিমান দত্ত প্রমুখ।