RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের ধানবাদ ফুয়েল নামের এক  স্পঞ্জ আইরন কারখানার দেওয়াল ধসে যাওয়াই চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের ধানবাদ ফুয়েল নামের এক  স্পঞ্জ আইরন কারখানার দেওয়াল ধসে যাওয়াই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার সন্ধ্যে ছটা নাগাদ এই দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটলে সংলগ্ন এলাকার জেসিস কলোনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে জানা যায় কারখানার এক প্রান্তে জেসিস কলোনির ধারে কারখানার জ্বালানির বিশাল পরিমাণ কয়লা দেওয়ালের গা ঘেঁষে রাখা ছিল। এই কয়লার পরিমাণ এতটাই বেশি ছিল যে দুর্বল দেওয়াল সে কয়লার চাপে ধসে পড়ে। সন্ধ্যে নেমে আসায় সে রাস্তা দিয়ে সেই সময় কোন যানবাহন যাতায়াত না করায় বড়সড় দুর্ঘটনার ঘটনা না ঘটলেও সংলগ্ন এলাকায় থাকা বিদ্যুতের দুটি খুঁটি ও হাইটেনশন তারের খুঁটি এই ঘটনায় ভেঙে পড়ে।

স্থানীয় এলাকার মানুষজন এলাকায় বড়সড় বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করেই কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে ওই সমস্ত এলাকাটিকে ঘিরে দিয়ে আলো জ্বালিয়ে সমস্ত এলাকা যাতে সুরক্ষিত থাকে তার দাবি জানাই। তারা দাবি করে এই ঘটনা জনবসতীর ওপর ঘটলে ঘনব জনবসতিপূর্ণ ওই এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটতে পারতো।

তাদের দাবি কারখানা কর্তৃপক্ষ শুধু মুনাফার লোভে কোনরূপ কোন সুরক্ষার ব্যবস্থা না করে এ ধরনের জ্বালানি মজুদ করার কারণে এলাকার মানুষজনের বারংবার দুর্ভোগে পড়তে হয়। দেখা গেছে সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশের দেওয়াল গুলি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *