আসানসোল বইমেলা” র সূচনাপর্বে রাস্তায় আলপনা প্রতিযোগিতার আয়োজন
বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন ৪১ তম আসানসোল বইমেলা” র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বৃহস্পতিবার আসানসোলের পোলো গ্রাউন্ডে উদ্বোধন হতে চলেছে ৪১ তম আসানসোল বইমেলা” র ( Asansol Book Fair ) । এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটের সময় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুব শিল্পী সংসদ এই আসানসোল বইমেলার উদ্যোক্তা। তাদের সহযোগিতা করছে আসানসোল পুরনিগম।
বইমেলা উদ্বোধনের ঠিক আগের দিন বুধবার দুপুরে বইমেলার সূচনাপর্বে যুব শিল্পী সংসদের তরফে প্রাঙ্গণ লাগোয়া রাস্তায় এক আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো।













প্রায় তিন ঘন্টা ধরে হওয়া এই অভিনব আলপনা প্রতিযোগিতায় আসানসোলের শহর, আসানসোল পুরনিগম এলাকা, দূর্গাপুর সহ বিভিন্ন জায়গার ২৫ জন প্রতিযোগী অংশ নেন। বিচারক হিসেবে ছিলেন দুজন। তাদের বিচারে এই আলপনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শান্তনু বাউরি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সুমন কুমার মিত্র ও ঈশানী রজক।
উদ্যোক্তাদের তরফে সৌমেন দাস বলেন, বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বইমেলার উদ্বোধন করা হবে। তবে শুক্রবার দুপুরে দুটো থেকে বইমেলা শুরু হবে। ১০ দিনের বইমেলা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। তিনি আরো বলেন, এই বইমেলা উপলক্ষেই এদিন আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো।





