গরু চোর সন্দেহে গণধোলায়
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকার বিজয়নগর মোড় সংলগ্ন হিজল গড়ায় এক ব্যক্তিকে গরু চোর সন্দেহে পাকড়াও করে দেওয়া হল ব্যাপক গণধোলায়। ফানি ও লোকেরা এদিন দুপুরবেলায় একটি চার চাকার গাড়ি তে বোঝাই করা বেশ কয়েকটি গবাদি পশু অন্যত্র নিয়ে যাওয়ার সময় সেই সকল গবাদি পশু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এই দাবি করে এক ব্যক্তিকে ধরে ব্যাপকভাবে মারধর চালায়। পরে ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছতেই কেন্দা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা ব্যক্তিকে জনতার ক্ষোভের মধ্যে থেকে সরিয়ে নিয়ে যায়।




স্থানীয় এলাকার মানুষজন এদের দাবি এলাকায় বেশ কিছুদিন ধরেই গরু পাচার চক্র সক্রিয় হয়েছিল। পঞ্চাশটিরও বেশি গবাদি পশু চুরির ঘটনাও ঘটেছে, জানিয়ে পুলিশ প্রশাসনকে অভিযোগও জানানো হয়েছে। আর এবার হাতেনাতেই গরু পাচার তারা লক্ষ্য করে ওই ব্যক্তিকে ধরেছে তার সঙ্গে গবাদি পশুও আটক করেছে তারা। এলাকাবাসীদের দাবি পশুপাচার বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। জানা গেছে এদিন পুলিশ স্থানীয়দের কাছে ওই অভিযুক্তকে পাকড়াও করে জামুড়িয়া থানায় নিয়ে যায়। ধৃত ব্যক্তির নাম পরিচয় সহ অন্য সকল তথ্য খতিয়ে দেখছে পুলিশ।