বার্নপুর ইস্কোর ঠিকা কর্মীর চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার, ধৃত জামুড়িয়ার যুবক
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বার্ণপুর ইস্কো কারখানার চুক্তি ভিত্তিক বা ঠিকা কর্মীর চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করলো হিরাপুর থানার পুলিশ। এই ঘটনার হিরাপুর থানার পুলিশ আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুরের ৩২ বছরের অশোক নুনিয়া নামে এক যুবককে গ্রেফতার করে। গত ২ জানুয়ারি হিরাপুর থানার পুলিশ বিএনএসের ৩০৩ (২) নং ধারায় একটি মামলা করে। বর্তমানে ধৃত যুবক তিনদিন পুলিশ রিমান্ড শেষে আসানসোল জেলে আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর বার্নপুর ইস্কো কারখানা বা আইএসপির স্কব গেটের কাছ থেকে কারখানার এক ঠিকা কর্মীর মোটরবাইক চুরি যায়। ঐ ঠিকা কর্মী গেটের বাইরে মোটরবাইক দাঁড় করিয়ে কারখানার ভেতরে কাজে গেছিলেন। পরে ফিরে এসে তিনি দেখেন, তার মোটরবাইক নেই। এরপর তিনি গোটা ঘটনার কথা হিরাপুর থানায় বলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে হিরাপুর থানার এসআই রাজেশ ভট্টাচার্য ও অঞ্জন মন্ডলের নেতৃত্বে একটি দল এর তদন্ত শুরু করে।
সিসি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে পুলিশ জামুড়িয়ার অশোক নুনিয়ার খোঁজ পায়। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ তিনদিনের রিমান্ড নেয়। রিমান্ডে থাকাকালীন জেরায় চোরাই মোটরবাইক কোথায় লুকিয়ে রেখেছে সে, পুলিশকে জানায়। সেই মতো পুলিশ পুলিশ বার্নপুরে একটি পরিত্যক্ত আবাসন থেকে সেই বাইক উদ্ধার করে।
পুলিশ এখন তদন্ত করে জানার চেষ্টা করছে এর পেছনে আর কেউ আছে কিনা।