ASANSOL

আসানসোলে শিশু উদ্ধার রাস্তায়, বাবা-মায়ের হাতে তুলে দিলো ট্রাফিক গার্ড পুলিশ

বেঙ্গল মিরর, আসানসোল,  রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol Latest News ) আসানসোল সাউথ ট্রাফিক গার্ড পুলিশের তৎপরতায় ঘন্টা খানেকের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সাড়ে চার বছরের সন্তানকে ফিরে পেলেন বাবা-মা। বুধবার সকালে আসানসোল শহরে এই ঘটনাটি ঘটেছে। স্বাভাবিক ভাবেই ছেলেকে ফিরে পাওয়ায় খুশি আসানসোলের এলআইসি বা জীবন বীমাকর্পোরেশনের আসানসোল ডিভিশনাল অফিসের পেছনের নেপালি পাড়ার বাসিন্দা নিশীথ ঘোঘ ও অরুন্ধতী ঘোষ। তারা এরজন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন । এদিন দুপুরে পরিচয় পত্র ও তথ্য প্রমাণ নেওয়ার পরে আসানসোল সাউথ ট্রাফিক গার্ড পুলিশের তরফে সাড়ে চার বছরের অনন্য ওরফে নবনীত গোপাল ঘোষ নামে ঐ শিশুকে অরুন্ধতীদেবীর হাতে তুলে দেওয়া হয়। অরুন্ধতী ঘোষ আসানসোল ডিআরএম অফিসে চাকরি করেন।


জানা গেছে, এদিন সকাল সাড়ে এগারোটা অরুন্ধতী ঘোষ অন্যদিনের মতো কর্মক্ষেত্রে চলে যান। সেই সময় বাড়িতে তার স্বামী নিশীথ ঘোঘ ও দুই ছেলেমেয়ে ছিলো। নিশীথবাবু ছেলেমেয়েকে একসঙ্গে রেখে বাথরুমে গেছিলেন। কয়েক মিনিট পরে ফিরে এসে দেখেন, মেয়ে আছে। কিন্তু সাড়ে চার বছরের ছেলে ঘরের মধ্যে নেই। গোটা বাড়ি খুঁজে তিনি ছেলেকে পাননি। তখন তিনি দেখেন বাড়ির পেছনের গেট খোলা। তখন তিনি বুঝতে পারেন যে, ছেলে গেট দিয়ে বাইরে চলে গেছে। তিনি সঙ্গে সঙ্গে আশপাশের লোকেদের ডাকেন। তাদেরকে গোটা ঘটনাটি বলেন। তারাও গোটা এলাকায় খোঁজ করেন। কিন্তু কোথাও অনন্যকে পাওয়া যায় নি। এরপর নিশীথবাবু আসানসোল দক্ষিণ ( পিপি) থানায় এসে মৌখিক ভাবে ছেলের নিখোঁজ হওয়ার ঘট বলেন। এরইমধ্যে বেলা বারোটা নাগাদ আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় ডিউটি করছিলেন সাউথ ট্রাফিক গার্ডের ওসি রাম অযোধ্যা সিং ও সিভিক ভলেন্টিয়াররা।

তার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ার দেখেন যে, মোড়ে মিষ্টি দোকানের পাশে একটা শিশু কাঁদছে। সে তখন ওসিকে বিষয়টি বলেন। ততক্ষণে জনাকয়েক লোক শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ট্রাফিক গার্ডের ওসি তাদেরকে আটকান ও জানতে চান, তারা শিশুটির কে? তারা বলে, কেউ না। তারা আরো বলেন, শিশুটির বাবা-মা মনে হয় সামনের বেসরকারি হাসপাতালে আছে। তখন ওসি শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে ভগৎ সিং মোড়ে ট্রাফিক গার্ড পোস্টে নিয়ে আসেন। এরপর শিশুটির সঙ্গে কথা বলে ওসি জানার চেষ্টা করেন, তার নাম, বাবা-মায়ের নাম ও বাড়ির ঠিকানা। শিশুটি তার ডাকনাম বলে। এও বলে সে গোপালপুরে একটা স্কুলে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ সেই স্কুলে গিয়ে শিশুটির ছবি দেখায়। স্কুল কতৃপক্ষ জানায়, শিশুটি এখানে পড়ে। স্কুল থেকে পুলিশ শিশুটির মায়ের নাম ও ফোন নম্বর পায়। এরপর পুলিশ অরুন্ধতী ঘোষকে ফোন করেন ও ট্রাফিক গার্ড পোষ্টে আসতে বলেন। সেই মতো তিনি সেখানে ছুটে আসেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে পুলিশ শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়।


হারিয়ে যাওয়া ছেলেকে কোলে পেয়ে ঘোষ দম্পতি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারা বলেন, কি করবো ভেবে উঠতে পারছিলাম না। সাউথ ট্রাফিক গার্ড পুলিশকে অনেক ধন্যবাদ। তাদের জন্যই কোলের শিশুকে ফিরে পেলাম।
এদিকে, ট্রাফিক গার্ডের ওসি রাম অযোগ্য সিং বলেন, অন্যদিনের মতো এদিন সকালে ভগৎ সিং মোড়ে ডিউটি করছিলাম। তখন দুই সিভিক ভলেন্টিয়ার শিশুটিকে দেখতে পেয়ে আমাকে বলে। আমরা গিয়ে শিশুটিকে নিয়ে আসি। তারপর তার বলা মতো স্কুলে গিয়ে মায়ের নাম ও নম্বর পাই। তারপর ফোন করে তাকে আসতে বলি। তারপর নিয়ম মতো তথ্য প্রমাণ দেখে শিশুটিকে ফিরিয়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *