মারপিটে যুক্ত থাকা অপরাধীকে খুঁজতে গিয়ে অস্ত্রসহ দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল : মারপিটে যুক্ত থাকা অপরাধীকে খুঁজতে গিয়ে এবার আবারো অস্ত্রসহ দুষ্কৃতিকে গ্রেপ্তার করতে সফল হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ। অন্ডাল থানার ওসি মেঘনাদ মন্ডলের নেতৃত্বে এবার পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করলো। জানা গেছে পুলিশ এ বিষয়ে স্বতস্পন্দিতভাবে মামলা শুরু করেছে।




ঘটনা প্রসঙ্গে জানা যায় অন্ডালের, কাজোরা গ্রামের মধুসূদনপুর কোলিয়ারীতে রাত্রি দুটো নাগাদ পুলিশ অভিযান চালিয়ে বছর ৩২ এর রাজেশ কুমার তাঁতি নামের ওই ব্যক্তি বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুদ রেখেছে এই খবর পেয়ে তল্লাশি চালালে তার বাড়ির মধ্যে থেকে পাঁচটি তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ 25 এর বি ধারায় অস্ত্র আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। বৃহস্পতিবার পুলিশ ধৃতকে দুর্গাপুরের এসিজেএম আদালতে হাজির করছে। জানা গেছে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তীতে অন্য সকল তথ্য জানার জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।