ASANSOL

আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের নজিরবিহীন সফলতা

টিউমার বোর্ডের তত্ত্বাবধানে ক্যান্সার রোগীর বৃহদন্ত্রে অস্ত্রোপচার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ যখন নানা ধরনের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও সরকারি হাসপাতালের পরিকাঠামো প্রশ্নের মুখে, ঠিক তখনই বছর ৩৫ এর ক্যান্সার রোগীর সফল অস্ত্রোপচার হলো আসানসোল জেলা হাসপাতালে। বলা যেতে পারে, ঐ রোগী এই অস্ত্রোপচারের পরে নতুন জীবন পেয়েছেন। আসানসোল জেলা হাসপাতালে ক্যান্সার কেয়ার ইউনিটের অধীনে টিউমার বোর্ডের তত্ত্বাবধানে আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক বা সার্জেন ডাঃ অমিত গুপ্তা শেখ আনোয়ার নামে ঐ রোগীর কোলোন বা বৃহদন্ত্রের ৫০ সেন্টিমিটার কেটে বাদ দিয়েছেন।

মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস ক্যান্সার বিশেষজ্ঞ বা অনকোলজিস্ট ডাঃ অমিত মুখোপাধ্যায় ও সার্জেন ডাঃ অমিত গুপ্তার সঙ্গে ঐ রোগীকে নিয়ে এই অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত ভাবে জানান। দাবি করা হয়েছে, এই প্রথম কোন ক্যান্সার রোগীর বৃহদন্ত্রের জটিল অস্ত্রোপচার হলো। জেলা হাসপাতালের পরিকাঠামোয় এই ধরনের অস্ত্রোপচার করা হয়নি। চিকিৎসাশাস্ত্রে এটিকে বলা হয় ” হেমিকলেকটমি “।
আসানসোলের জামুড়িয়ার বাসিন্দা শেখ আনোয়ারের একেবারে প্রথমে পেটের সমস্যা নিয়ে আসা থেকে গত ৪ জানুয়ারি করা অস্ত্রোপচার সহ গোটা প্রক্রিয়াটি আসানসোল জেলা হাসপাতালেই করা হয়েছে। এমনকি অস্ত্রোপচার পরে বায়োপসিও আসানসোল জেলা হাসপাতালের প্যাথোলজি বিভাগে করা হচ্ছে।


ডাঃ অমিত মুখোপাধ্যায় বলেন, এরপর ঐ রোগীকে  আসানসোল জেলা হাসপাতালেই কেমোথেরাপি দেওয়া হবে। এই প্রক্রিয়া সব কিছু ঠিক মতো থাকলে একমাস পরে শুরু করা হবে। 
জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে শেখ আনোয়ার আসানসোল জেলা হাসপাতালে এসেছিলেন। তার বৃহদন্ত্রে টিউমার পাওয়ার পরে টিউমার বোর্ডের সদস্য চিকিৎসকরা সব রিপোর্ট পরীক্ষা করে গত নভেম্বর মাসে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কিছু পারিবারিক সমস্যার কারণে তা একমাসের মতো পিছিয়ে যায়।
এই প্রসঙ্গে ডাঃ অমিত গুপ্তা বলেন, গত ৪ জানুয়ারি শেখ আনোয়ারের অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ৫০ সেন্টিমিটারের মতো বৃহদন্ত্র বাদ দেওয়া হয়েছে।  এখন সেই অংশের বায়োপসি করা হবে। রোগী এখন সুস্থ আছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।  আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, হাসপাতালের গোটা টিম সফলতার সঙ্গে এই কাজ করেছে। তাদেরকে এই কাজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে, শেখ আনোয়ারও আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের তাকে সুস্থ করে তোলার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *