দুর্ঘটনায় গুরুতর আহত সাইকেল আরোহী, ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ
বেঙ্গল মিরর, কাজল মিত্র: কুলটি থানার চৌরঙ্গী ফাড়ির অন্তর্গত চোরঙ্গী মোড় ট্রাফিক পোস্টের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় চলবলপুরের বাসিন্দা বিশু মণ্ডল নামে এক ব্যক্তি। স্থানীয় লোকজন জানায়, বুধবার সকালে চালবলপুর গ্রামের বাসিন্দা বিশু মণ্ডল সাইকেলে করে ডিউটিতে যাচ্ছিলেন। এ সময় চৌরঙ্গী মোড়ের কাছে ট্রাফিক পোস্টের কাছে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী ক্ষতিপূরণের দাবিতে চোরঙ্গী ব্রিজের নিচে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের আশ্বাসে ৩০ মিনিট পর গ্রামবাসী রাস্তা ছেড়ে দেয়। ডুবুডিহ চেকপোস্টের আগে একটি হোটেলের কাছে থেকে ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটিকে আটক করেছে পুলিশ তবে চালক পলাতক রয়েছে।
একই ঘটনার বিষয়ে এলাকাবাসী ট্রাফিক নিরাপত্তায় নিয়োজিত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন, সিভিক ভলান্টিয়ারের ট্রাক থেকে টাকা আদায় করে যার কারণে এ ঘটনা ঘটেছে। প্রতিদিনই এখানে ট্রাফিক কর্মীরা নির্বিচারে ট্রাক থামিয়ে টাকা তোলে যার কারণে ট্রাক চালকরা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে ফলে দুর্ঘটনা ঘটছে।