ইট ভাটা থেকে উদ্ধার বিপুল পরিমাণ কয়লা
বেঙ্গল মিরর,সার্থক কুমার দে, অন্ডাল : অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি এলাকায় একটি ইটভাটা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কয়লা । ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ বাহিনীর তল্লাশিতে এই কয়লা উদ্ধার হয় । অন্ডাল থানার বনবহাল এলাকায় একটি ইটভাটা থেকে উদ্ধার হযলো বিপুল পরিমাণ কয়লা । বনবহাল এলাকায় রাস্তার পাশে ওই ইট ভাটার ভিতর বিপুল পরিমাণ বেআইনি কয়লা মজুদ রয়েছে বলে গোপন সূত্রে খবর পাই সিআইএসএফ । মঙ্গল ও বুধবার পর পর দুদিন ওই ভাটাতে অভিযান চালায় সিআইএসএফ । সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৩৫১ টন কয়লা ।
উদ্ধার হওয়া কয়লা বাজেয়াপ্ত করে ইসিএলের একটি কোলিয়ারির সাইডিংএ জমা করে সিআইএসএফ । ভাটার ভেতর থেকে বিপুল পরিমাণ কয়লা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে । পাচার করার উদ্দেশ্যেই ওই কয়লা মজুদ করা হয়েছিল বলে সিআইএসএফের এক আধিকারিক জানান । এই বিষয়ে বনবহাল ফাঁড়ির পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । উদ্ধার হওয়া কয়লা বেআইনি প্রমাণ হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানান তিনি । প্রতিক্রিয়ার জন্য ঐ ইট ভাটার এক মালিককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।
বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বৃহস্পতিবার বলেন সিআইএসএফের অভিযানে বিপুল পরিমাণ কয়লা উদ্ধার হওয়ার ঘটনায় প্রমাণ হয় এলাকায় এখনো কয়লার অবৈধ করবার চলছে । যে ভাটা থেকে কয়লা উদ্ধার হয়েছে সেই ভাটার মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি । তবে এটাই প্রথম নয়, করোনা কালে লকডাউনের সময় দুর্গাপুর ফরিদপুর থানার সরপী মোড়ের কাছে একটি কারখানা থেকেও বিপুল পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার হয়েছিল ।