BARABANI-SALANPUR-CHITTARANJAN

ইসিএলের কয়লাখনির কাজ বন্ধ করে বিক্ষোভ কর্মীদের, এজেন্টের বিরুদ্ধে অভিযোগ

বেঙ্গল মিরর, কাজল মিত্র, সালানপুর : প্রমোশন বা পদোন্নতির দাবিতে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের মধ্যেই ইসিএলের সালানপুর এরিয়ার ডাবর কোলিয়ারির এজেন্ট দীনেশ প্রসাদের বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা দীনেশ শ্রীবাস্তব। তিনি বলেন, কয়লাখনির কর্মীদের প্রোমোশন বন্ধ। কয়লাখনিতে কর্মী সংখ্যা কম। কিন্তু এজেন্ট দীনেশ প্রসাদ চার/পাঁচজন খনি কর্মীদেরকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ব্যক্তিগত কাজ করাচ্ছেন। তিনি ডাবর কোলিয়ারিতে কর্মীদের উপর ব্রিটিশ শাসন চালাচ্ছেন।

শুক্রবার সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনিতে প্রোমোশনের দাবি জানিয়ে সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনির সমস্ত কাজ বন্ধ করে দিয়ে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস বা কেকেএসসির ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান খনি কর্মীরা। শুক্রবার সকাল ১১টা থেকেই সমস্ত উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ করে দেন বিক্ষোভকারী খনি কর্মীরা। তারা দাবি জানান, ডাবর কোলিয়ারিতে বহু কর্মী রয়েছেন যারা ১০বছরের বেশি সময় ধরে একই পোস্টে কাজ করছেন। কিন্তু তাদের কোনো প্রোমোশন দেওয়া হয়নি। কর্মীরা বলেন, বারবার এজেন্ট সহ বিভিন্ন দপ্তরে জানানো পরেও কোনো লাভ হয়নি। তাই শেষ পর্যন্ত সমস্ত কর্মীরা বিক্ষোভ আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন।

এদিন প্রায় তিন ঘন্টা বিক্ষোভের পরে কোলিয়ারি কর্তৃপক্ষ তরফে ম্যানেজার, এরিয়া পার্সোনাল ম্যানেজার সহ বিভিন্ন আধিকারিকরা এসে বিক্ষোভকারী কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের অসুবিধার কথা শুনে সমাধানের আশ্বাস দেন কোলিয়ারির আধিকারিকরা। এরপরেই বিক্ষোভ তুলে নেন কোলিয়ারির কর্মীরা। কোলিয়ারির কর্মীরা জানান, কতৃপক্ষকে আরো ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এই বারও যদি প্রোমোশন না হয় তবে তারা বৃহত্তম আন্দোলন গড়ে তুলবেন।
তবে কর্মীদের সঙ্গে বৈঠকের ব্যাপারে এরিয়া পার্সোনাল ম্যানেজার শ্যামল চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *