পাঞ্জাবি মোড় ফাঁড়ি পেল স্থায়ী ঠিকানা, উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Asansol Raniganj News ) দীর্ঘ একটা অপেক্ষার পর অবশেষে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি পেল স্থায়ী ঠিকানা। দীর্ঘদিন ধরেই ভাড়া বাড়িতেই পাঞ্জাবি মোড়ের অস্থায়ী ফাঁড়ি ছোট ও সংকীর্ণভাবে চললেও 2020 সাল থেকে এই ফাঁড়িকে অন্যত্র স্থানান্তরিত করে ওই অস্থায়ী ফাঁড়ির ঠিক বিপরীতেই ফাঁড়িটিকে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। সে মতোই দীর্ঘ অপেক্ষার পর এবার এক বিশাল আয়তন ফাঁড়ি গড়ে তোলার পর তার বুধবার আনুষ্ঠানিকভাবে শিলার আবরণ উন্মোচন করে ফিতে কেটে ফাঁড়ির উদ্বোধন পরব সারলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার আইপিএস সুনীল কুমার চৌধুরী।
এই উদ্বোধন কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল ওয়ান বিশ্বজিৎ হালদার, এসিপি সেন্ট্রাল টু বিমান মৃধা, এসিপি হিরাপুর ঈপ্সিতা দত্ত, এ সি পি এ পি অচিন্ত্য দে আর তার সাথেই রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত ও রানীগঞ্জ থানার বিভিন্ন ফাঁড়ির পুলিশের সঙ্গে আশেপাশের অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডল, বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখার্জী, জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ ঠাকুর, ওসি আসানসোল নর্থ অমিত হালদার, সহ বিভিন্ন থানা ফাঁড়ির ওসির আইসিদের উপস্থিত থাকতে দেখা যায়।
এদিনের এই কর্মসূচিতে পৌঁছে পুলিশ কমিশনার জানান এই বাড়ির মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে এলাকার পরিবেশকে সুশাসন দেওয়া যায় ও ছোট পরিসরে ভাড়া নিয়ে যে ভাবে অব্যবস্থিত ফাঁড়ি চলছিল, তা যাতে কাটিয়ে ওঠা যায় ও পুলিশের ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত এই অংশে যাতে একটি সঠিক ফাঁড়ির পরিকাঠামো তৈরি করা হয় সেটাই লক্ষ্য রয়েছে বলে জানান কমিশনার।