বাড়ির ঠাকুর ঘরের প্রদীপ থেকে আগুন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Asansol Raniganj News ) শুক্রবার বিকেলে রানিগঞ্জের ৩৬ নম্বর ওয়ার্ডের জ্ঞানভারতী স্কুল সংলগ্ন শিব কলোনি এলাকায় সন্দীপ সাউ নামে এক ব্যক্তির বাড়িতে বাড়ির ঠাকুর ঘরের প্রদীপ থেকে আগুন ছড়িয়ে পড়ায় পুড়ে ছাই হলো একটি বাড়ির সমস্ত সামগ্রী। বাড়ি সদস্যরা বিষয়টি লক্ষ্য করেই পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেডকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় যদিও তার আগেই স্থানীয় এলাকার মানুষজন ও এলাকার বাসিন্দারা আগুন নেভাতে তৎপর হয়।




সকলেই যুদ্ধকালীন তাৎপরতায় আশেপাশের সব কাচের দরজা-জানলা ভেঙে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় একটি ঘরের সমস্ত আসবাবপত্র জায়গাটি খুবই সংকীর্ণ হওয়ায় ফায়ার ব্রিগেডের বড় গাড়ি সেখানে ঢুকতে না পারলেও ছোট গাড়ি সেখানে ঢুকে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলার চেষ্টা চালায়। জানা গেছে এলাকারি ব্যবসায়ী সন্দীপ কুমার সাউ এর ঠাকুরবাড়িতে একটি প্রদীপ জ্বলছিল সেই প্রদীপের শিখায় আশেপাশে দাহ্য বস্তু থেকেই এই আগুন বাড়ির সর্বত্র ছড়িয়েছে বলেই তাদের অনুমান। এদিনের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানীগঞ্জের শিব কলোনি এলাকায়।