মিনিবাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, আহত ২
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ যাত্রীবোঝাই মিনিবাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ বাইক আরোহীর। আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমড়িহা মোড় সংলগ্ন এলাকায়। মৃত মোটরবাইক আরোহী নাম সুখসোনা বাউরি (২৬)। তার বাড়ি বারাবনি থানার রোশনার পারুলবেড়িয়ায়। বারাবনির বাসিন্দা আহত দুজন গণেশ মন্ডল (২০) ও সুখেন মন্ডল (২৭) আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।



পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ আসানসোল গৌরান্ডি রুটের একটি মিনিবাস আসানসোল থেকে গৌরান্ডির দিকে যাচ্ছিলো। সেই সময় উল্টোদিক থেকে একটি মোটরবাইক করে আসানসোলের দিকের যাচ্ছিলো সুখসোনা বাউরি, গণেশ মণ্ডল ও সুখেন মন্ডল। ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের আমডিহা মোড় সংলগ্ন এলাকায় ঐ মোটরবাইকের সঙ্গে মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনজনই গুরুতর জখম হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। আহত তিনজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে সুখসোনা বাউরিকে মৃত বলে ঘোষণা করেন। দুজন আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, মিনিবাসটিকে আটক করা হয়েছে।