আসানসোল উত্তর ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগ, ” সেফ ড্রাইভ, সেভ লাইফ ” ও যাত্রী সাথী অ্যাপ নিয়ে সচেতনতার প্রচার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল উত্তর ট্র্যাফিক গার্ড পুলিশের উদ্যোগে শুক্রবার আসানসোলের বারাবনির নুনি মোড় এলাকায় ” সেফ ড্রাইভ সেভ লাইফ” ও যাত্রী সাথী অ্যাপ সম্পর্কে সচেতনতার প্রচার করা হয়। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে বারাবনি ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারি এবং এই এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।




এই প্রসঙ্গে আসানসোল উত্তর ট্রাফিক গার্ড অফিসার ইনচার্জ বা মহঃ আশরাফুল ইসলাম বলেন, এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর ট্রাফিক গার্ডের তরফে।তিনি বলেন, প্রায়ই দেখা গেছে দুচাকার গাড়ি চালকেরা হেলমেট না পড়ার কারণে বা ফোর হুইলারে সিট বেল্ট না পড়ছেন না। এর ফলে দুর্ঘটনা ঘটলে হয় কমবেশি আহত হচ্ছেন বা অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটছে। তিনি দুচাকার গাড়ি চালক ও পেছনে বসা আরোহীকে হেলমেট এবং চার চাকার যানবাহনে যাতায়াতকারীদের সিট বেল্ট পড়ার ও পাশাপাশি অন্যান্য ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ জানান। এর পাশাপাশি গাড়ি নথিগুলিকে একেবারে আপ টু ডেট রাখা ও কোনও অবস্থাতেই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানোর অনুরোধ করা হয়েছে।
নুনি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারি আসানসোল উত্তর ট্র্যাফিক গার্ড পুলিশের কাজের প্রশংসা করেন। তিনি, ট্রাফিক আইন মেনে চলে গাড়ি চালানোর জন্য সাধারণ মানুষকে অবহিত করেন। মহঃ আশরাফুল ইসলাম যাত্রী সাথী অ্যাপ সম্পর্কে বলেন, এটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। স্টেশন বা বিমানবন্দর বা অন্য কোথাও থেকে এই অ্যাপটি ব্যবহার করে কেউ ট্যাক্সি, অটো বা টু হুইলার বুক করতে পারেন। এই অ্যাপে সমস্ত যানবাহনের তথ্য প্রশাসনের কাছে থাকে। তাই এটির ব্যবহার খুব নিরাপদ।