রবীন সেনের ১০২ তম জন্মদিন উদযাপন, রাস্তা দৌড় প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Raniganj Road Race ) প্রচন্ড বাধা-বিপত্তি প্রতিকূলতা কে দূরে সরিয়ে, একসময় যে রূপ ভাবে শ্রমিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, শ্রমিকদের দাবি আদায়ে শ্রমিক নেতা হিসেবে পরিচিতি পাই সেনাবাহিনীর জোয়ান, রবীন সেন, এবার তার ১০২ তম জন্মদিনে, ঠিক সেরূপ ভাবেই শনিবার রানীগঞ্জের রাজপথ দিয়ে বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে, রবীন সেন মূর্তির পাদদেশ থেকে, রানীগঞ্জের দীর্ঘ ভাঙ্গাচোরা রাস্তা কে, ট্র্যাফিক জ্যামে কে, অতিক্রম করে, প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের ভগৎ সিং এর মূর্তির পাদদেশে, শ্রমিক আন্দোলনের সুপরিচিত কান্ডারী, প্রয়াত সিপিআইএমের রানীগঞ্জ সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য, তথা কেন্দ্রীয় কন্ট্রোল কমিটির চেয়ারম্যান, রবীন সেনের ১০২ তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাস্তা দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮০ জন প্রতিযোগী রাস্তা দৌড়ের মধ্যে দিয়ে স্মরণ করলেন রবীন সেন কে।




সফল প্রতিযোগীদের বেশ কয়েকজন সদস্য এদিন নিজেদের বক্তব্যে দাবি করলেন, দীর্ঘ রাস্তা দৌড় প্রতিযোগিতায় তাদের কিরূপ ভাবে অসুবিধের সম্মুখীন হতে হয়। উল্লেখ্য শনিবার সকাল আটটা নাগাদ বল্লভপুর ইউনিয়ন অফিস সংলগ্ন রবীন সেন মূর্তির পাদদেশ থেকে এই রাস্তা দৌড় প্রতিযোগিতার সূচনা করেন, আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটুর পশ্চিম বর্ধমান জেলার, সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী ও সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি। এদিন যুবক-যুবতীদের সঙ্গে ছোট প্রতিযোগীরাও এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এদিনের এই কর্মসূচিতে উদ্বোধক ছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন সিপিএমের নেতৃস্থানীয় সুপ্রিয় রায়, রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, অনুপ মিত্র, কৃষ্ণা দাশগুপ্ত প্রমূখ।
এদিনের এই কর্মসূচির শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ও সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের দেওয়া হয় শংসাপত্র। সেখানেই, জামুরিয়া এলাকাতেও
কমরেড রবীন সেন এর জন্মশতবর্ষ উপলক্ষে অজয় ইস্ট ও ওয়েস্ট এরিয়া কমিটির পক্ষ থেকে চাঁদা মোড় থেকে থানামোড় পর্যন্ত ৭ কি.মি. ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এদিন দলীয় পতাকা উড়িয়ে দৌড়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাম নেতা মনোজ দত্ত।এদিন রবীন সেন এর প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টির নেতৃত্ব ও প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী, মনোজ দত্ত, তাপস কবি, কলিমউদ্দিন আনসারি, হারাধন গোপ, শমিত কবি, মুকুল সাধু, বিকাশ যাদব সহ পার্টির এরিয়া কমিটির নেতৃত্ব সহ অন্যান্যরা৷
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ১২০ জন প্রতিযোগি অংশগ্রহণ নেয় ৷ এর মধ্যে প্রথম পাঁচ জনকে পুরষ্কৃত করা হয়। এছাড়াও একজন ৭বছরের ক্ষুদে প্রতিযোগি ইশিতা মিত্র যে ম্যারাথন দৌড়ে না থেমে তা সম্পূর্ণ করেন, তাকে দলের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়৷ সকল প্রতিযোগি, যারা ম্যারাথন শেষ করেন তাদের এখানেও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।
থানামোড় বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সভা করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে ম্যারাথন দৌড় শেষ হয়। সভায় বক্তব্য রাখেন বংশগোপাল চৌধুরী, মনোজ দত্ত, তাপস কবি। সভা পরিচালনা করেন শমিত কবি।