৭২ ঘন্টার মধ্যে বার্নপুরে উদ্ধার চোরাই মোটরবাইক,ধৃতকে হেফাজতে নিয়ে জেরাসাফল্য হিরাপুর থানার পুলিশের
বেঙ্গল মিরর,বার্নপুর, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমে প্রথমে গ্রেফতার। পরে ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে একটি মোটরবাইক চুরির কিনারা করলো আসানসোল দূর্গাপুর পুলিশের হিরাপুর থানার পুলিশ। তিনদিনের মধ্যেই উদ্ধার হলো চোরাই মোটরবাইকটিও।
জানা গেছে, গত ১৪ জানুয়ারি মঙ্গলবার বার্নপুরের রাধানগর রোড, গৌরাঙ্গ সেন সরণী, ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা পাপাই বক্সি হিরাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাতে তিনি বলেন গত ১০ জানুয়ারি তার হিরো সুপার স্প্লেন্ডার মোটরবাইকটি বাড়ির সামনে থেকে চুরি হয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে হিরাপুর থানায় মামলা রুজু হয়।




মামলার তদন্তে নেমে হিরাপুর থানার ওসি তন্ময় রায়ের নির্দেশে হিরাপুর থানার একটি দল মোটরবাইক চুরির তদন্তে নামে। হিরাপুর থানার এসআই রাজেশ ভট্টাচার্য, এসআই শুভাশীষ বন্দোপাধ্যায়, এসআই অঞ্জন মন্ডল, এএসআই অতনু নাগ ও এএসআই মহঃ শামিমের ( আইও বা তদন্তকারী অফিসার) নেতৃত্ব তদন্তে নেমে একটি দল বিভিন্ন সূত্রে খবর পেয়ে ১৫ জানুয়ারি এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসানসোল উত্তর থানার রেলপারের শীতলা ডাঙার মহঃ নাসিম ওরফে গালিবকে গ্রেফতার করে। ধৃতকে আসানসোল আদালতে পেশ করে হিরাপুর থানার পুলিশ তিনদিনের রিমান্ডে নেয়। তাকে জেরা করে পুলিশ অফিসাররা চুরি যাওয়া বাইকটি ৭২ ঘণ্টার মধ্যে শুক্রবার রাতে বার্নপুরের ওয়াগন কলোনি থেকে উদ্ধার করেন।
তিনদিনের রিমান্ড শেষে শনিবার ধৃতকে আবারও আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন।