RANIGANJ-JAMURIA

সাইবার দপ্তর থেকে ফোন করছি বলেই প্রতারণা প্রায় 9 লক্ষ, উদ্ধার  প্রায় 7  লক্ষ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া :    সাইবার ক্রাইম দপ্তর থেকে ফোন করছি বলেই প্রতারণা করে প্রায় 9 লক্ষ 58 হাজার 445 ঢাকা হাতিয়ে নেওয়ার পর। আবারো সাইবার ক্রাইম দপ্তর এই অভিযোগ পাওয়ার পরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ সক্রিয় হয়ে, সাইবার ক্রাইমে যুক্ত থাকা অপরাধীর কাছ থেকে প্রতারণা করা প্রায় 7  লক্ষ 18 হাজার 944  টাকা উদ্ধার করে, তার প্রকৃত মালিক কে ফিরিয়ে দিতে উদ্যোগ গ্রহণ করল।

ঘটনা প্রসঙ্গে জানা যায় জামুড়িয়ার নন্দীর বাসিন্দা মৃন্ময় ঘোষ এর কাছ থেকে সাতই অক্টোবর মুম্বাই সাইবার ফাইবার ক্রাইম দপ্তর থেকে ফোন করছি বলে ফোন করে, জানাই যে আপনার আধার কার্ডটি একটি সিম নেওয়ার জন্য অন্যায় ভাবে ব্যবহার করা হয়েছে আর তার মাধ্যমে ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা তছরুপ করা হয়েছে এমনই দাবি করে তার সমস্ত টাকা স্থানান্তর করতে বলেন এই বলেই প্রায় 9 লক্ষ 58 হাজার 445 টাকা প্রতারণা করা হয়।

এ বিষয়ে তারা দ্রুত জামুড়িয়া থানায় যোগাযোগ করলে জামুড়িয়া থানার পুলিশ আসানসোল সাইবার ক্রাইমের বিশেষ টিমের মাধ্যমে উদ্ধার করে 7 লক্ষ 18 হাজার 944 টাকা সে টাকায় এবার তার প্রকৃত মালিকের হাতে এক চেক এর  মাধ্যমে তুলে দেন। শনিবার এক ওই ব্যক্তিকেই এক সাংবাদিক বৈঠক করে জামুড়িয়া থানার পুলিশ সেই ফিরিয়ে দেওয়া টাকা সর্বসম্মুখে তুলে দিলেন। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জ সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জী, জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর। এদিনের এই প্রতারণা হয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে স্বভাবতই খুশি মৃন্ময় ঘোষ। তার দাবি পুলিশের বিশেষ তৎপরতায় তিনি ফিরে পেলেন তার বেশিরভাগ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *