শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ আসানসোল পৌর এলাকায় ও সালানপুর ব্লকে কবে কোথায় ক্যাম্প জেনে নিন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ফের একবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, দুয়ারে সরকারের লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া।আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে যে যে আবেদন জমা পড়বে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলির ‘প্রসেসিং’ হয়ে যাবে। ‘খাদ্যসাথী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘শারীরিক অক্ষমতার শংসাপত্র’, ‘তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র’, ‘তফসিলি বন্ধু’, ‘মেধাশ্রী’, ‘শিক্ষাশ্রী’, ‘জয় জোহার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘বার্ধক্য ভাতা’, ‘ঐক্যশ্রী’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-সহ প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকায়।



‘২১-এর বিধানসভা ভোটের আগে, ‘দুয়ারে সরকার’ প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই বছরের পয়লা ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রকল্প। বিভিন্ন এলাকায় শিবির করে, এক ছাতার তলায় একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের কর্মসূচিই হল’দুয়ারে সরকার’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আবারো শুরু হবে দুয়ারে সরকার। তিনি এও বলেছিলেন, ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীতে এখনও নাম লেখাতে পারেননি। তাঁরা যাতে এই সুযোগ-সুবিধা পান, তাই এই ব্যবস্থা। জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই প্রকল্প ।
এবার আসুন জেনে নিন সালানপুর ব্লকে কোথায় কখন দুয়ারে সরকারের কর্মসূচি হতে চলেছে

*রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত*
28/01/2025 (নান্দনিক হল )
31/01/2025 (পিঠা কেয়ারী)
*আছরা গ্রাম পঞ্চায়েত*
29/01/2025 (কর্মতীর্থ বিল্ডিং )
31/01/2025 (জোড়বাড়ি সংকট মোচন মন্দির)
*সালানপুর গ্রাম পঞ্চায়েত*
24/01/2025
(সালানপুর কমিউনিটি হল)
27/01/2025
(ক্ষুধিকা কমিউনিটি হল)
31/01/2025 (মেলেকোলা )
*আল্লাডি গ্রাম পঞ্চায়েত*
24/01/2025 (ধাঙ্গুরি ইউ পি স্কুল)
29/01/2025 (আল্লাডি কমিউনিটি হল)
31/01/2025 (বরাভূঁই )
*সামডি গ্রাম পঞ্চায়েত*
24/01/2025 (সামডি দূর্গা মন্দির)
29/01/2025 (কমিউনিটি হল)
*জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত*
27/01/2025 (নামো কেশিয়া )
29/01/2025
(জিৎপুর কমিউনিটি হল)
31/01/2025
(নীললোহিত কমিউনিটি হল)
*ফুলবাড়িয়া বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত।*
27/01/2025
( মুক্তাইচন্ডী কমিউনিটি হল)
31/01/2025
(পর্বতপুর হেল্থ সেন্টার ময়দান)
*কল্ল্যা গ্রাম পঞ্চায়েত*
27/01/2025 (চয়নপুর ক্লাব গ্রাউন্ড)
28/01/2025 (রয়েল ক্লাব ময়দান)
29/01/2025 (মল্লাডি)
30/01/2025 (কেশরডিহি)
*এথোরা গ্রাম পঞ্চায়েত*
28/01/2025 (পুইতন্ডি পাড়া)
31/01/2025(লাইব্রেরী ময়দান)
*দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত*
28/01/2025 (ন্যাকড়া জড়িয়া)
31 /01/2025
আসানসোল পৌর এলাকায় কোথায় কখন দুয়ারে সরকারের কর্মসূচি হতে চলেছে

