ASANSOL

আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্যোক্তা, ২৩ জানুয়ারি প্রয়াত বুলু চ্যাটার্জীর স্মৃতিতে ম্যারাথন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রয়াত সুব্রত ওরফে বুলু চ্যাটার্জীর স্মরণে একটি ম্যারাথনের আয়োজন করতে চলেছে। মঙ্গলবার বিকেলে আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ আশ্রম মোডে একটি হোটেল আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফে এক সাংবাদিক সম্মেলনে এই ম্যারাথন আয়োজনের বিষয়টি জানানো হয়। এই সাংবাদিক সম্মেলনে বনিকসভার সভাপতি গৌরী শঙ্কর আগরওয়াল, সেক্রেটারি বিনোদ গুপ্ত, শচীন রায়, সতপাল সিং কীর, মনোজ সাহা, উজ্জ্বল রায় ছিলেন।

তারা বলেন, শহর তথা শিল্পাঞ্চলের ব্যবসায়ী তথা সমাজসেবী প্রয়াত সুব্রত ওরফে বুলু চ্যাটার্জির  স্মৃতিতে  ২৩ জানুয়ারি এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। ৫.৫ বা সাড়ে পাঁচ কিলোমিটারের এই ম্যারাথন হবে।  এই ম্যারাথনের নাম দেওয়া হয়েছে ” রান ফর হেলদি লাইফ স্টাইল”। তারা আরো বলেন,  এই ম্যারাথন আসানসোল শহরের জিটি রোডের ভগত সিং মোড থেকে শুরু হয়ে  রামবন্ধু তলায় পিসি চ্যাটার্জি মার্কেটে এসে শেষ হবে। এখনো পর্যন্ত ৩০০ জন অংশগ্রহণকারী এই ম্যারাথনে নাম লিখিয়েছন।  এতে অংশগ্রহণের জন্য অনলাইন বা অফলাইনে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়াও ম্যারাথনের দিন অন-দ্য-স্পট রেজিস্ট্রেশনও হবে বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *