BARABANI-SALANPUR-CHITTARANJAN

জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত ৩

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :- জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়েন চার শ্রমিক।ঘটনাটি ঘটে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায়।
। প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে হাত লাগান অন্য শ্রমিক ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়  সালানপুর থানার পুলিশ। চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা  হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসক ৩ জন কে মৃত ঘোষণা করে । চাপা পড়ে রাজ্জাক শেখ (২২),রোহিত শেখ উদ্দিন শেখ (১৮)সামসুল শেখ (২০),নিতেশ পাশওয়ান
(২৫),তাদের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার ও অন্য একজনের বাড়ি স্থানীয় আসানসোল এর ।

ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কোলিয়ারি এলাকায় । সেখানে রেল সাইডিং  রাস্তার পাশে রাজ্যে সরকারের পি এইচ ই জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সে কারণে মাটি খুঁড়ে গর্ত করা হয়েছিল। হঠাৎই সেখানে মাটি ধসে পড়ে। মাটির চাঙড়ের মধ্যে আটকে পড়েন কয়েকজন শ্রমিক। স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। কোনওভাবেই তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। অন্য শ্রমিকেরা শাবল, কোদাল দিয়ে মাটি কেটে তাদের টেনে বের করার চেষ্টা করতে থাকেন। আবার জেসিবি দিয়েও মাটি সরানোর চেষ্টা করা হয়। যদিও তাতে আরও বিপদ হতে পারে বলে আশঙ্কায় চিৎকার শুরু করেন স্থানীয় মানুষজন। দীর্ঘক্ষণ চেষ্টার পর চার শ্রমিককে উদ্ধার করা হয়।


স্থানীয় সমাজ সেবী ফুচু বাউরি বলেন,বাড়িতে শুনলাম ধস নেমেছে। এসে দেখি চারজন চাপা পড়েছে।  তাদেরকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনজনকে। একজনের অবস্থা আশঙ্কাজনক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *